For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু-দিনের কেরল সফরে রাহুল, দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে যোগ ট্রাক্টর মিছিলে

কেরল সফরে গিয়েই ট্রাক্টর মিছিলে যোগ দিলেন রাহুল গান্ধী

  • |
Google Oneindia Bengali News

বাংলার, তামিলনাড়ু, পদুচেরি, অসমের সাথেই কেরলেও বেজে গিয়েছে নির্বাচনী দামামা। এপ্রিল-মে মাসের যে কোনও সময়েই রয়েছে বিধানসভা ভোটের সম্ভাবনা। এবার তার আগেই শেষ মূহূর্তের নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপাতে চলেছে শাসক বিরোধী সব পক্ষই। এদিকে পুর-পঞ্চায়েত নির্বাচনে বিশেষ সুবিধা করতে না পারলেও বিধানসভায় পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। এমতাবস্থায় রবিবারই দু-দিনের কেরল সফরে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

দু-দিনের কেরল সফরে রাহুল

দু-দিনের কেরল সফরে রাহুল

সূত্রের খবর, দু-দিনের কর্মসূচির শুরুতে সোমবার সকালেই মেপ্পাদিতে একটি গান্ধী মূর্তির উদ্বোধন করবেন রাহুল। এরপর বিরোধী দলনেতা রমেশ চেনিথালার পদযাত্রা উপলক্ষে একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একইসাথে সোমবার সকালেই ওয়ায়ানাদের কেনিচির গ্রামে পুঠাদীতে কুদুমশ্রী সংগামনেরও উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এই ওয়ায়ানাদেরই সাংসদ আবার রাহুল গান্ধী।

 কৃষক আন্দোলনের সমর্থনে ট্রাক্টার মিছিলে যোগ রাহুলের

কৃষক আন্দোলনের সমর্থনে ট্রাক্টার মিছিলে যোগ রাহুলের

এদিকে তিন মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নিজেদের অবস্থানে অনড় দিল্লির প্রতিবাদে কৃষকরা। অন্যদিকে ভোটের আবহেই বাংলা, কেরল সহ একাধিক রাজ্যে ট্রাক্টর মিছিলেরও ডাক দিয়েছেন কৃষক নেতারা। এমতাবস্তায় কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে কেরল সফরের প্রথমদিনই একটি ট্রাক্টর মিছিলে যোগ দিতে চলেছেন সোনিয়া পুত্র, খবর এমনটাই।

 ২৩ তারিখ তিরুবনন্তপুরমে রাহুল

২৩ তারিখ তিরুবনন্তপুরমে রাহুল

সূত্রের খবর, এদিন সকাল ১১টা থেকে এই ট্রাক্টর মিছিল থ্রিকাইপেট্টা থেকে শুরু হয়ে মুট্টিল অবধি যাবে বলে জানা যাচ্ছে। নিজস্ব ট্রাক্টর সহ এই মিছিলে অংশগ্রহন করতে চলেছেন শতাধিক কৃষক। দিল্লির চলমান কৃষক আন্দোলনের সমর্থনেই এই কর্মসূচি বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। অন্যদিকে ২২ তারিখ দিনভর একাধিক কর্মসূচি শেষে ২৩ তারিখ রাহুল যাবেন তিরুবনন্তপুরম।

 মঙ্গলবারও একাধিক কর্মসূচি রাহুলের

মঙ্গলবারও একাধিক কর্মসূচি রাহুলের

মঙ্গলবার তিরুবনন্তপুরমে এদাভান্নায় একটি ক্যানসার নিরাময় কেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে রাহুল গান্ধীর। প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন বিধানসভা ভোটের আগে রাহুল গান্ধীর এই কেরল সফরকে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল। এদিকে শেষ লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ) গোটা রাজ্যে ২০ টি আসনের মধ্যে ১৯ টিতেই জয়লাভ করে। এমাবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ঠিক কেমন ফল করে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

ধোপে টিকল না অ্যামাজনের আবেদন, ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সে চুক্তিতে ছাড়পত্র শীর্ষ আদালতেরধোপে টিকল না অ্যামাজনের আবেদন, ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সে চুক্তিতে ছাড়পত্র শীর্ষ আদালতের

English summary
Rahul Gandhi visited Kerala and joined the tractor procession
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X