For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টলস্টয় থেকে হফম্যান- রাহুলের টুইট 'চমক' অব্যাহত, ছত্তিশগড় নিয়ে ঘোষণা রবিবার

প্রথম দিন ছিল লিও টলস্টয়। দ্বিতীয় দিনে কোনও বিশিষ্ট ব্যক্তির কোটেশন ব্যবহার করেননি।

Google Oneindia Bengali News

প্রথম দিন ছিল লিও টলস্টয়। দ্বিতীয় দিনে কোনও বিশিষ্ট ব্যক্তির কোটেশন ব্যবহার করেননি। কিন্তু, ততীয় দিনে রাহুলের টুইটে দেখা মিলল রেইড হফম্য়ান-এর। বলতে গেলে কংগ্রেস সভাপতি-র এমন সব টুই এখন সোশ্য়াল মিডিয়ায় আলোচনায়।

তিন দিনের তিন ছবি, রাহুল-এর টুইট এখন আলোচনায়

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় করা তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে ১৩ তারিখ থেকে দিল্লিতে শুরু হয়েছিল রাহুলের বিশেষ দরবার। যেখানে এসে হাজির হয়েছেন তিন রাজ্যের কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে যে সব নেতারা এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তাঁরাই রাহুল-এর দরবারের বিশেষ অতিথি ছিলেন।

প্রতিটি রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকের শেষে রাহুল গান্ধী তাঁদের সঙ্গে ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন। আর এই ছবির পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিদের কোটেশন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য বৈঠক সেরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কমল নাথ-কে সঙ্গে করে তোলা ছবি টুইট করেছিলেন রাহুল। সেই ছবি-র তলায় জুড়ে দিয়েছিলেন লিও টলস্টয়-এর একটি লাইন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অনেকটা সময় ব্যয় করতে হয়েছিল রাহুল গান্ধী। দফায় দফায় বৈঠক হওয়ার পর ১৪ ডিসেম্বর-এর শেষ বেলায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছিলেন রাহুল গান্ধী। তবে শচিন পাইলট ও অশোক গেহলট-কে সঙ্গে করে টুইট করা ছবিতে কোনও বিশিষ্ট ব্যক্তির লাইন আর জোড়েননি কংগ্রেস সভাপতি।

আর ১৫ তারিখ সকাল থেকেই লেগে পড়েছিলেন রাহুল গান্ধী। ছত্তিশগড়-এর মুখ্যমন্ত্রী পদে কে বসবে তার সিদ্ধান্ত চূড়ান্ত করতে দিনভর দফায় দফায় বৈঠক করেছেন। এমনকী ছত্তিশগড়় থেকে রাহুলের দরবারে এসে হাজির হয়েছিলেন সেখানকার তাবড়-তাবড় সব নেতা। কে ছিলেন না সেই দলে ভূপেশ বাঘেল থেকে শুরু করে টি এস সিং দেও, চরণ দাস মহন্ত, তম্রধ্বজ সাহু, পি এল পুনাইয়া। আর এঁদের সঙ্গে বৈঠকের পর ছবি তুলে তা টুইট করেন। আর এই ছবির তলায় রাহুল জুড়ে দেন রেইড হফম্যান-এর একটি কোটেশন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর যেভাবে টুই করেছিলেন ঠিক সেভাবে। রেইড হফম্যানকে উদ্বৃত করে রাহুল লেখেন- 'নো ম্য়াটার হাউ ব্রিলিয়ান্ট ইউর মাইন্ড অর স্ট্র্যাটেজি, ইফ ইউ আর প্লেয়িং এ সোলো গেম, ইউ উইল অলওয়েজ লুজ আউট টু আ টিম'

রেইড গ্যারেট হফম্যান হলেন ইন্টারনেট আঁন্তেপ্রণে, ভেনচর ক্যাপিটালিস্ট এবং লিঙ্কডিন-এর প্রাক্তন সহকারী প্রতিষ্ঠাতা ও প্রাক্তন এক্সিকিউটিভ চেয়ারম্য়ান। রাজনৈতিক মহলের মতে, রাহুল আসলে এই কোটেশন ব্যবহার করে বুঝিয়ে দিতে চেয়েছেন, মুখ্যমন্ত্রী পদে তিনি কোনও একজনকে নির্বাচন করলেও, ছত্তিশগড়ে কংগ্রেসের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে দলগত ভারসাম্যের উপরেই নজর রাখছেন।

এদিকে, গভীর রাত পর্যন্ত পাওয়া খবর-এ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে রাহুল কতগুলি পরিকল্পনা সাজিয়ে দিয়েছেন। আর সেই সব পরিকল্পনা অনুযায়ী প্ল্যান এ, প্ল্যান বি করে মুখ্যমন্ত্রীদের নামও ঠিক করে দিয়েছেন। এই পরিকল্পনাগুলি নিয়ে রবিবার রায়পুরে প্রদেশ কংগ্রেস দফতরে বৈঠক হবে। এই বৈঠকের পরই ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। ছত্তিশগড় থেকে এদিন নয়াদিল্লি-তে আসা নেতারা সেখানেই রাত্রিবাস করছেন। সকালে বিমানে এঁরা সকলেই রায়পুর ফিরে যাবেন। এঁদের সঙ্গেই রায়পুরে যাবেন ছত্তিশগড়ের কংগ্রেস দলের পর্যবেক্ষক মল্লিকার্জুন খাড়গে।

English summary
From Leo Tolstoy from Reid Hoffman, Rahul Gandhi's Tweeter post creates buzz again for selection of Chhattirisgarh CM.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X