For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে অনাস্থা প্রস্তাব! আজ কি ফলে যাবে রাহুলের ভবিষ্যদ্বাণী, উঠছে নানা প্রশ্ন

শুক্রবার সংসদে বলার সুযোগ পাবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সম্ভবত রাহুলই কংগ্রেসের তরফে অনাস্থা বিতর্কে নেতৃত্ব দেবেন। কংগ্রেসের জন্য সময় বরাদ্দ হয়েছে ৩৮ মিনিট।

Google Oneindia Bengali News

আবেগ দিয়ে রাজনীতি হয় না। কিন্তু হয়ত আবেগের বশে করা মন্তব্যের জেরে কটাক্ষের মুখে পড়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অনাস্থার ফলাফলের পর এই কটাক্ষ যে আরও বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

রাহুলের ভবিষ্যদ্বাণী

রাহুলের ভবিষ্যদ্বাণী

২০১৬-তে কংগ্রেসের তৎকালীন সহসভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, যদি তাকে সংসদে বলতে দেওয়া হয় তাহলে সেখানে ভূমিকম্প হবে। পরে এবছরের এপ্রিলে রাহুল বলেছিলেন, যদি সংসদে তাকে ১৫ মিনিট বলতে সুযোগ দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না।

শুক্রবার সংসদে বলার সুযোগ পাবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সম্ভবত রাহুলই কংগ্রেসের তরফে অনাস্থা বিতর্কে নেতৃত্ব দেবেন। কংগ্রেসের জন্য সময় বরাদ্দ হয়েছে ৩৮ মিনিট। রাহুল ছাড়াও বলবেন মল্লিকার্জুন খার্গে।

এনডিএ-র পূর্বতন সহযোগী তেলেগু দেশম পার্টি সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে। তাদের দেওয়া হয়েছে ১৩ মিনিট সময়।

বিজেপি নেতা রাম মাধবের কটাক্ষ

যদিও বিজেপি তরফে রাম মাধব-সহ অনেকেই রাহুলের আগেকার মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুরু করে দিয়েছেন। তিনি বলেছেন, অনাস্থার প্রস্তাবককে দেওয়া হয়েছে ১৩ মিনিট সময় আর ভূমিকম্পের জন্য সময় দেওয়া হয়েছে ৩৮ মিনিট সময়।

এপ্রিলে রাহুলের কটাক্ষ মোদীকে

এপ্রিলে রাহুলের কটাক্ষ মোদীকে

এবছরের এপ্রিলে নরেন্দ্র মোদীর সারা দেশ সফরকে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, সারা দেশ সফরে সময় থাকলেও, লোকসভায় বলার জন্য ১৫ মিনিট সময় নেই মোদীর। একইসঙ্গে রাহুল বলেছিলেন, যদি সংসদে তাকে ১৫ মিনিট বলতে সুযোগ দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না।

২০১৬-র ডিসেম্বরে নোট বাতিলের সময়ে তৎকালীন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, যদি তাকে সংসদে বলতে দেওয়া হয় তাহলে সেখানে ভূমিকম্প হবে।

বিজেপি নেতা গিরিরাজ সিং-এর কটাক্ষ

বিজেপি নেতা গিরিরাজ সিং রাহুল গান্ধীর করা ভূমিকম্পের মন্তব্য নিয়েই শুক্রবার কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ভূমিকম্পের জন্য সেট হয়ে যান।

লোকসভায় বিজেপির নিজেরই সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। অনাস্থার বিপক্ষে বলার জন্য তারা সময় পেয়েছে ৩ ঘণ্টা ৩৩ মিনিট।

English summary
Rahul had once said there would be an earthquake if he spoke in Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X