For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একসূত্রে সহস্রটি মনকে গেঁথেই জয় রাহুলের, সভাপতি হওয়ার বর্ষপূর্তিতে সাফল্যের নজির

২০১৯-এর আগে মোদী ঝড় থামিযে দিলেন রাহুল গান্ধী। তিন রাজ্য থেকে বিজেপিকে উড়িয়ে কংগ্রেসের নিশান ওড়ালেন তিনি। মোদীর বিরুদ্ধে এই প্রথম জয় পেলেন।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর আগে মোদী ঝড় থামিযে দিলেন রাহুল গান্ধী। তিন রাজ্য থেকে বিজেপিকে উড়িয়ে কংগ্রেসের নিশান ওড়ালেন তিনি। মোদীর বিরুদ্ধে এই প্রথম জয় পেলেন। আর সেই জয়টা এল একেবারে মোক্ষম দিনে। এক বছর আগে আজকের দিনেই কংগ্রেস সভাপতি হয়েছিলেন রাহুল গান্ধী। সভাপতি হিসেবে বর্ষপূর্তি করলেন বিরাট জয় দিয়ে।

সাফল্য ছিল পঞ্জাব ও বিহারের জয়

সাফল্য ছিল পঞ্জাব ও বিহারের জয়

২০১৯-এ দিল্লি থেকে মোদীকে হটানোর ডাক দিয়ে লড়াইয়ের সূত্রপাত রাহুলের। তারপরই অনেক ভোটেই তিনি কংগ্রেসের সেনাপতি হয়েছেন। কিন্তু কংগ্রেসের মুখ হয়েও বারবার তিনি লজ্জার হার উপহার দিয়েছেন দলকে। মোটের উপর সাফল্য ছিল পঞ্জাব ও বিহারের জয়, আর মোদী রাজ্য গুজরাটে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেওয়া।

সভাপতি হয়েই বিজয়কেতন ওড়ালেন

সভাপতি হয়েই বিজয়কেতন ওড়ালেন

বড় সাফল্যে প্রায় ছিলই না। এবারই তিনি প্রথম মোদীর বিরুদ্ধে বিজয়কেতন ওড়ালেন। তিন রাজ্য থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে ছাড়লেন। যে তিন রাজ্যে সরাসরি লড়াই ছিল বিজেপি বনাম কংগ্রেসের। সেই তিন রাজ্যেই আশাতীত ফল করেছে রাহুলের কংগ্রেস। ছত্তিশগড়ে বুথ ফেরত সমীক্ষাকেও ভুল প্রমাণ করে দিয়েছেন রাহুল গান্ধী।

তিন রাজ্যে উত্থানে রাহুলের অবদান

তিন রাজ্যে উত্থানে রাহুলের অবদান

ছত্তিশগড়ে জয়, রাজস্থান ও মধ্যপ্রদেশেও কষ্টার্জিত উত্থানের পিছনে রাহুলের অবদান অনস্বীকার্য। মোদী ঝড় থামাতে তিনি যে হাওয়া তুলেছিলেন। কংগ্রেসকে ঐক্যবদ্ধ করেছিলেন, তার কৃতিত্ব কংগ্রেস সভাপতিকে দিতেই হবে। এই এক বছরের মধ্যেই তিনি গোটা দেশে, কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীকে এক ছাতার তলায় এনেছিলেন।

অঙ্ক কষে সাফল্য রাহুলের

অঙ্ক কষে সাফল্য রাহুলের

যেখানে যাঁকে দরকার তাঁকে সেই সম্মান দিয়েছেন। যেমন, পঞ্জাবে অমরিন্দর সিংকে তিনি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে সাফল্য পেয়েছিলেন, এবার কিন্তু কাউকে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেননি। রাজস্থানে সচিন পাইলট থেকে শুরু করে অশোক গেহলট, সিপি জোশীদের এক জায়গায় এনেছেন। আর মধ্যপ্রদেশে একইভাবে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে কমলনাথ ও দিগ্বিজয় সিংদের।

[আরও পড়ুন: বিজেপির হারের কারণ ময়নাতদন্ত করে বের করে ফেললেন পুনের বিজেপি সাংসদ][আরও পড়ুন: বিজেপির হারের কারণ ময়নাতদন্ত করে বের করে ফেললেন পুনের বিজেপি সাংসদ]

একতার মন্ত্রে জয়ের চাবি

একতার মন্ত্রে জয়ের চাবি

সভাপতি হয়ে এই একতার মন্ত্রেই তিনি সবাইকে এক জায়গায় এনে মোদীর বিরুদ্ধে লড়াই ঝাঁপিয়েছিলেন। প্রবীণ-নবীন সবাইকে নিয়ে চলার সুফল পেয়েছেন রাহুল গান্ধী। ২০১৯-এর মহড়ায় নরেন্দ্র মোদীকে উড়িয়ে কংগ্রেস দাপট দেখিয়েছে। এবার সামনে মহাযুদ্ধ। তার আগে অবশ্যই অ্যাডভান্টেজ রাহুল গান্ধী।

[আরও পড়ুন: রাজ্যের আপত্তিতে আমল দিল না আদালত! রথযাত্রা-বৈঠকের সিদ্ধান্ত জানানোর নির্দেশ][আরও পড়ুন: রাজ্যের আপত্তিতে আমল দিল না আদালত! রথযাত্রা-বৈঠকের সিদ্ধান্ত জানানোর নির্দেশ]

English summary
Rahul Gandhi wins hat trick against Narendra Modi after being Congress president. Rahul became Congress president on that day of one year ago,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X