For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের আস্থাভোট, লোকসভায় প্রিয়া প্রকাশ ভারিয়ারকে মনে করালেন রাহুল গান্ধী

লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করেই চোখ মারলেন রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

লোকসভায় চোখ টিপলেন কংগ্রেস সভাপতি! এদিন আধঘন্টার ভাষণে প্রথম থেকে একের পর এক ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণের পর তাঁর ভাষণ শেষে লোকসভায় উপস্থিত সবাইকে চমকে দিয়ে রাহুল আসন ছেড়ে উঠে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আলিঙ্গন করেন। ফিরে এসে আসনে বসেই তাঁকে দেখা যায় দলের সাংসদদের দিকে তাকিয়ে চোখ মারতে।

লোকসভায় চোখ টিপলেন রাহুল গান্ধী

বিরোধীদের আনা অনাস্থা প্রস্থাব মেনে নিয়ে চমক দিয়েছিল বিজেপি। তবে শুক্রবার সবচেয়ে বড় চমকটা দেন কংগ্রেস সভাপতি রাহুলই। বক্তৃতার শেষে হিন্দুত্ব, ভারতীয়ত্ব ব্যাখ্যা করতে গিয়ে মোদীকে আলিঙ্গন করেন। বলেন এটাই ভারতীয় মনন, এটাই হিন্দু মনন। যে যতই বিরোধী হোক, তাদের জন্য মনে ঘৃণা নয়, ভালবাসা থাকা উচিত।

তবে রাহুলের এই চমক যে পূর্বপরিকল্পিত তা বোঝা যায় তিনি আসনে ফিরে আসতেই। সেসময় জবাবি ভাষণ দিচ্ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। সেসময়ই বাকি কংগ্রেস সাংসদদের দিকে তাকিয়ে রাহুলকে চোখ টিপতে দেখা যায়। বোঝা যায় এই চমক দেওয়া বিষয়টি দলে আলোচনা করেই ঠিক করা হয়েছিল। বিজেপি -কে আক্রমণ করতে আটঘাঁট বেঁধেই নেমেছে কংগ্রেস। অনাস্থা আলোচনায় সেরা মুহূর্ত হয়ে থাকবে অবশ্যই রাহুলের আলিঙ্গন। কিন্তু তাঁর চোখ চেপা নিয়েও চর্ছা কম হচ্ছে না। এই চমকে কতটা কাজ হয় সেটাই দেখার।

English summary
Rahul Gandhi winks after hugging PM Narendra Modi in Lok Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X