For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতির ভাষণের মাঝেই মোবাইলে মগ্ন রাহুল, বুঝিয়ে দিলেন মন নেই তাঁর

বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সব দলের নব নির্বাচিত সাংসদরা উপস্থিত ছিলেন এই যৌথ অধিবেশনে। ছিলেন রাহুল গান্ধীও।

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সব দলের নব নির্বাচিত সাংসদরা উপস্থিত ছিলেন এই যৌথ অধিবেশনে। ছিলেন রাহুল গান্ধীও। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ শোনার চেয়ে মোবাইল ঘাঁটতেই বেশি ব্যস্ত ছিলেন তিনি।

রাষ্ট্রপতির ভাষণের মাঝেই মোবাইলে মগ্ন রাহুল

রাহুলের এই আচরণই বলে দিচ্ছিল রাজনীতি থেকে মন উঠে গিয়েছে। সভাপতি পদ থেকে নিজের ইস্তফার সিদ্ধান্তে এখনও অনড় তিনি। দলের শীর্ষ নেতাদের অনুরোধেই িনজের সিদ্ধান্ত বদল করতে রাজি হননি। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিয়েছেন, নতুন সভাপতি নির্বাচন করবেন না তিনি।

প্রায ২৪ মিনিট ধরে নিজের ফোনে ব্যস্ত ছিলেন তিনি। এতটাই ফোনে মগ্ন ছিলেন তিনি যে রাষ্ট্রপতির কোনও কথাতেই করতালি দিতে দেখা যায়নি তাঁকে। স্পষ্ট বোঝা যাচ্ছিল এসব কিছুতেই মন নেই তাঁর।

মোদী সরকারের সাফল্য নিয়ে যখন বলছিলেন রাষ্ট্রপতি তখন প্রায় ২০ মিনিট ধরে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছেন রাহুল। মোবাইলে সংসদের ছবি তুলেছেন। সোনিয়া যদিও মন দিয়েই রাষ্ট্রপতির ভাষণ শুনেছেন।

রাষ্ট্রপতি যখন উরি হামলার পর সার্জিকাল স্ট্রাইক এবং বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে বলছিলেন, সবাই তখন টেবিল চাপড়ে উৎসাহ প্রদর্শণ করছিলেন। এমনকী সোনিয়া গান্ধীও সামিল হয়েছিলেন তাতে। রাহুল কিন্তু নিরুত্তাপ মেঝের দিকে তাকিয়ে বসেছিলেন। মনে হচ্ছিল সংসদের কোনও কিছুতেই কিছু যায় আসে না তাঁর।

English summary
Rahul Gandhi was seen browsing through his phone during the joint session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X