For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা নিয়ে কংগ্রেস-বিজেপি তরজা, ইতালি ফেরত রাহুল গান্ধীকেও স্ক্রিন করা হয় বিমানবন্দরে!

Google Oneindia Bengali News

ইতালি ফেরত রাহুল গান্ধীর শরীরে থাকতে পারে করোনা ভাইরাস। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে খবরের শিরোনামে এসেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। পরে তিনি আরও বলেছিলেন যে, রাহুল গান্ধীর কাছে যে সাংসদরা বসেন তাঁদের শরীরেও কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে। শেষ পর্যন্ত রাহুলকে নিয়ে এই সব কটাক্ষের জবাব দিল কংগ্রেস।

করোনা ভাইরাস নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা!

করোনা ভাইরাস নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা!

এর আগে বিজেপির তরফে দাবি করা হয়, কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীকে অবশ্যই করোনা সংক্রমণের স্ক্রিনিং টেস্ট করানো হোক। তাঁরা ইতালি থেকে ফেরায় এই পরীক্ষা করার দাবি ওঠে পদ্মশিবিরের তরফে। ক্রমাগতই সনিয়া ও রাহুলের সঙ্গে ইতালির যোগের বিষয়ে কংগ্রেসকে একই ভাষায় খোঁচা দিয়ে চলে বিজেপি। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি রাহুল বা সনিয়া। তবে তাঁদের হয়ে এবার মুখ খোলেন কংগ্রেস মুখপাত্র।

২৯ ফেব্রুয়ারি ইতালি সফর সেরে দেশে ফেরেন রাহুল

২৯ ফেব্রুয়ারি ইতালি সফর সেরে দেশে ফেরেন রাহুল

প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি ইতালি সফর সেরে দেশে ফেরেন রাহুল গান্ধী। কংগ্রেস শুক্রবার দাবি করে, সেদিন বিমানবন্দরে বাকি যাত্রীদের মতো রাহুলের উপরও করোনা ভাইরাসের পরীক্ষা চালানো হয়েছিল। এবং তাঁর শরীরে এরকম কোনও সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।

রাহুলকে করোনা নিয়ে কটাক্ষ বিজেপি নেতার

রাহুলকে করোনা নিয়ে কটাক্ষ বিজেপি নেতার

এর আগে বিজেপি নেতা রমেশ বিধুরি বলেন, 'কিছু দিন আগেই ইতালি থেকে ফিরেছেন রাহুল গান্ধী। আমি জানিনা, বিমনাবন্দরে ওঁর পরীক্ষা হয়েছে কি না। ওঁর উচিত নিজের মেডিক্যাল চেক আপ করানো। তাতে জানা যাবে যে উনিও এই ভাইরাসে আক্রন্ত কি না।'

করোনায় নাজেহাল ইতালি

করোনায় নাজেহাল ইতালি

এদিকে ইতালি থেকে আসা ১৫ জন পর্যটকের দেহে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের নমুনা। সঙ্গে তাঁরা যে গাড়িতে যাচ্ছিলেন সেই গাড়ির চালককে ঘিরেও সন্দেহ দানা বেঁধেছে। এছাড়া সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩১। ইতালিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০০ ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দুই শিবিরেই।

করোনা নিয়ে সনিায়া গিন্ধীকেও কটাক্ষ এনডিএ সাংসদের

করোনা নিয়ে সনিায়া গিন্ধীকেও কটাক্ষ এনডিএ সাংসদের

এই ঘটনার প্রেক্ষিতেই অপর এক এনডিএ সাংসদ হনুমান বেনিওয়াল কটাক্ষের সুরে অভিযোগ করেছিলেন, 'অবিলম্বে একটি তদন্ত হওয়া উচিত। খতিয়ে দেখা উচিত কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর বাড়ি থেকেই এই করোনা ভাইরাসে দেশে ছড়িয়ে পড়ছে কি না। ইতালিতে এই সংক্রমণ ক্রমেই বাড়ছে এই পরিস্থিতিতে সনিয়া গান্ধীর বাড়িতে এই ভাইরাস রয়েছে কি না তা তদন্ত সাপেক্ষ।'

English summary
rahul gandhi was screened for coronavirus at airport after returning from italy claims congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X