For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্দার প্যাটেলের মূর্তি নিয়ে ব্যঙ্গ! রাহুল গান্ধী পেলেন 'মেড ইন ইতালি' তকমা

গুজরাতের উপ মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল রাহুল গান্ধীকে মেড ইন ইতালি বলে কটাক্ষ করলেন।

  • |
Google Oneindia Bengali News

একসময়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ইতালি বংশ পরিচয় নিয়ে বিরোধীরা জমিয়ে কটাক্ষ করেছে। সেই ধারা রাহুল গান্ধীর সময়ও বজায় রাখল বিজেপি। গুজরাতের উপ মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল রাহুল গান্ধীকে মেড ইন ইতালি বলে কটাক্ষ করলেন। তাঁর কটাক্ষ, রাহুলের শরীরে পুরোপুরি ভারতীয় রক্ত নেই। ফলে কংগ্রেস এমন লোককে দলের সভাপতি করেছে বলে তিনি ব্যঙ্গ করেন।

রাহুল গান্ধী পেলেন মেড ইন ইতালি তকমা

ঘটনা হল, এর আগে রাহুল গান্ধী গুজরাতে তৈরি হওয়া সর্দার প্যাটেলের বিশাল মূর্তি নিয়ে কটাক্ষ করেন। সেটিকে 'মেড ইন চায়না' বলে বিদ্রুপ করেন। এই প্রেক্ষিতে নিতিন প্যাটেল বলেন, কোনও কিছু না জেনে অভিযোগ করছেন রাহুল। সর্দার প্যাটেলের মূর্তির পুরোটাই ভারতে তথা গুজরাতে তৈরি হচ্ছে।

তিনি জানান, মূর্তি গড়তে গ্লোবাল টেন্ডার ডাকা হয়। সবচেয়ে বড় দাম দেওয়া লারসেন অ্যান্ড টুব্রো বা এল অ্যান্ড টি-কে চুক্তিবদ্ধ করা হয়েছে। আর এল অ্যান্ড টি হল একটি ভারতীয় কোম্পানি।

নিতিন প্যাটেল আরও জানান, চিন থেকে মাত্র ১৭০০ টন ব্রোঞ্জ আমদানি করা হয়েছে। এর পাশাপাশি প্রয়োজনীয় ৭০ হাজার মিলিয়ন টন লোহা ও ১৮ হাজার ৫০০ মিলিয়ন টন স্টিল ভারত থেকে কাজে লাগানো হচ্ছে। আর রাহুল গান্ধী গুজরাতের মানুষের আবেগে আঘাত করা কথা বলে সকলকে বিভ্রান্ত করছেন।

তারপরই তোপ দেগে নিতিন বলেন, 'রাহুল নিজেই 'মেড ইন ইতালি প্রোডাক্ট'। ইতালীয়র রক্ত তাঁর শরীরে বইছে। ফলে কংগ্রেস এমন একজন মিশ্র রক্তের কাউকে প্রধানমন্ত্রী হিসাবে চাইবে নাকি শুদ্ধ ভারতীয়কে চাইবে তা তাদের ব্যাপার।'

প্রসঙ্গত, রাহুল মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে কটাক্ষ করে বলেন, 'মোদীজি সর্দার প্যাটেলের মূর্তি গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে দেখা গেল পিছনে মেড ইন চায়না লেখা রয়েছে।' এই কটাক্ষ শোনার পরই কংগ্রেস গর্জে উঠেছে।

English summary
Rahul Gandhi was made in Italy, Gujarat Deputy CM Nitin Patel attacks Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X