For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার একাধিক ফোনে নজরদারি চলেছে! মমতার সুরেই পেগাসাসে সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্ত চান রাহুল

পেগাসাস ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের নজরদারিতে পেগাসাসের তদন্তের দাবি তুলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার ফের একই দাবিতে সকাল থেকে উত্তাল রাজ্যসভআ এবং লোকসভা।

  • |
Google Oneindia Bengali News

পেগাসাস ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের নজরদারিতে পেগাসাসের তদন্তের দাবি তুলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার ফের একই দাবিতে সকাল থেকে উত্তাল রাজ্যসভআ এবং লোকসভা।

মমতার সুরেই পেগাসাসে সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্ত রাহুলের

এই ইস্যুতে আজ সংসদের বাইরে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধী। তাঁর দাবি, তাঁর ফোনে আড়ি পাতা হয়েছিল। কেউ সুরক্ষিত নয়। বিশাল দুর্নীতি। আর তাই আদালতের নজরদারিতে এই দুর্নীতির তদন্তের দাবি তুলেছেন রাহুল গান্ধী।

যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় কুমার রাহুল গান্ধীর তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা দাবি, আড়িপাড়া কাণ্ডে ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে তদন্ত নিয়ে কোনও সমস্যা নেই। যারা এই বিষয়টিকে নিয়ে সুর চড়াচ্ছে তাদের অন্য কোনও হাতে ইস্যু না থাকার জন্যেই এভাবে সরকারকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও অভিযোগ অজয় কুমারের।

এদিন সংসদে রাহুল গান্ধী সরাসরি পেগাসাস নিয়ে মোদী এবং অমিত শাহকে দায়ি করেন। তাঁর দাবি, তাঁদের অঙ্গুলিহেলনেই একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠানের উপর নজরদারি চালানো হয়েছে। ফলে বিশাল বড় এই কেলেঙ্কারির তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে হওয়া উচিৎ বলে দাবি তাঁর।

শুধু তাই নয়, এই কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি তুলেছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, দিনের পর দিন তাঁর ফোনেও নজরদারি চালানো হয়েছে। আমার ব্যবহার করো ফোনটি শুধু নয়, সমস্ত ফোনেই আমার দিনেরর পর দিন নজরদারি চালানো হয়েছে বলে মারাত্মক অভিযোগ তাঁর। ভয়ঙ্কর এই কেলেঙ্কারির ঘটনায় শুধু তাঁর দল নয়, সমস্ত বিরোধীরা একজোট হয়ে লড়াই চালাবে বলে দাবি তাঁর।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে সামনে আসে এই পেগাসাস দুর্নীতি। যেখানে বিচারপতি, একাধিক রাজনেতা, বিরোধী দলনেতা সহ একাধিক ব্যক্তিত্বের উপর নজরদারির অভিযোগ। শুধু তাই অয়, তালিকাতে ৪০ জন সাগবাদিকের ফোনেও আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ।

এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের। বিধানসভা ভোটের আগে তাঁদের ফোনে আসড়ি পাতা হয়েছে বলে প্রকাশ্যে এসেছে সেই খবর। আর তা সামনে আসার পর থেকে লাগাতার সাংসদের বাইরে এবং ভিতরে আন্দোলনে তৃণমূল সাংসদরা।

English summary
Rahul Gandhi wants Pegasus probe under supreme court's observation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X