For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা-কাণ্ডে শহিদ-স্মরণে রাহুলের মজে মোবাইলে! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে

পুলওয়ামা জঙ্গি হামলায় শোকস্তব্ধ দেশ। দিল্লির বিমাববন্দরে সেনা-জওয়ানদের কফিনবন্দি নামার পর শ্রদ্ধা নিবেদন করছেন শাসক-বিরোধী নেতা-নেত্রীরা।

Google Oneindia Bengali News

পুলওয়ামা জঙ্গি হামলায় শোকস্তব্ধ দেশ। দিল্লির বিমাববন্দরে সেনা-জওয়ানদের কফিনবন্দি নামার পর শ্রদ্ধা নিবেদন করছেন শাসক-বিরোধী নেতা-নেত্রীরা। সেই অনুষ্ঠানে রাহুল গান্ধী তাকিয়ে রয়েছেন হাতের মুঠোয় মোবাইলের দিকে। সেই ছবিই এখন ভাইরাল হয়ে উঠেছে। এই ছবিকে হাতিয়ার করেই কংগ্রেস সভাপতির মুণ্ডপাত করছে শাসক শিবির।

পুলওয়ামা-কাণ্ডে শহিদ-স্মরণে রাহুলের মন মোবাইলে, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে

বিজেপির সাংসদ পরেশ রাওয়াল রাহুল গান্ধীর এই ছবি টুইট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে সেই ছবি। সেই সঙ্গে সেখানে বসছে নানা ধরনের ক্যাপশন। কেউ কেউ মন্তব্য করেছেন, এই ছবিই প্রমাণ করছে, দেশ বা সেনার প্রতি কোনও দায়বদ্ধতা নেই কংগ্রেসের।

দু-পক্ষই সেনাদের শহিদ হওয়ার ঘটনা নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকবেন বলে বার্তা দিয়েছিলেন। কিন্তু ঘটনার দুদিন কাটতে না কাটতেই শুরু হয়ে গেল রাজনীতি। অনেকে আবার শাস্তি দাবি করে বসলেন রাহুল গান্ধীর। অনেকে প্রশ্ন তুললেন ছবির সত্যতা নিয়ে। ফটোশপের কারসাজি নয় তো, প্রশ্ন তুললেন কেউ কেউ।

শহিদদের শ্রদ্ধা নিবেদেনের মঞ্চে একবার রাহুলের ফোন বেজেছিল। তারপর ফোন পকেট থেকে বের করে এক ঝলক তিনি তাকিয়েছিলেন। সেইসময়ের ছবি তুলেই ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অথছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের অনেক আগে থেকেই শহিদ-স্মরণ অনুষ্ঠানে পৌঁছেছিলেন রাহুল গান্ধী।

English summary
Congress president Rahul Gandhi used mobile when the martyrs of Pulwama are mourning. Rahul Gandhi’s picture is viral after that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X