For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-র সব থেকে সৎ ব্যক্তি ইনি, বিজেপি নেতাকে নিয়ে টুইট রাহুলের

যে বোতামেই টিপুন, ভোট পড়বে ক্ষমতাসীন দলের পক্ষেই। বিতর্কি এই মন্তব্য করেন হরিয়ানার বিধায়ক বকশিশ সিং ভির্ক।

Google Oneindia Bengali News

যে বোতামেই টিপুন, ভোট পড়বে ক্ষমতাসীন দলের পক্ষেই। বিতর্কি এই মন্তব্য করেন হরিয়ানার বিধায়ক বকশিশ সিং ভির্ক। সেই ভাষণের ভিডিয়োটি আজ টুইটারে শেয়ার করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই ভিডিয়োর ক্যাপশনে বকশিশ সিংকে কটাক্ষ করে রাহুল লেখেন, "এই লোকটি বিজেপিতে থাকা সব থেকে সৎ মানুষ।"

বকশিশ সিংয়ের হুঁশিয়ারি

বকশিশ সিংয়ের হুঁশিয়ারি

প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্য করার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে বকশিশ সিংকে। এদিকে রাহুলের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হরিয়ানার আস্সান্ধ বিধানসভা এলাকায় ভোট প্রচারে গিয়ে ভাষণ রাখছেন বকশিশ সিং। সেখানে তাঁকে সভায় আসা মানুষের উদ্দেশে বলতে শোনা যায়, "আপনারা যাকেই ভোট দেবেন, আমরা জানতে পারব। আমরা ইচ্ছা করেই এইসব বিষয় আপনাদের বলি না। কিন্তু যদি আমরা চাই আমরা খুব সহজেই এই সব তথ্য বের করে আনতে পারি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব বুদ্ধিমান মানুষ। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও খুব বুদ্ধিমান।

ইভিএম নিয়ে কেরামতির দাবি

ইভিএম নিয়ে কেরামতির দাবি

নিজের বক্তব্য জুড়ে ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার পর বকশিশ দাবি করেন ইভিএম নিয়ে তারা কারসাজি করেছে। তিনি বলেন, "আপনারা যাকেই ভোট দেবেন, ভোটটি কমলের পক্ষেই যাবে। যেই বোতামই টিপুন, ভোট পাবে বিজেপি। আমরা ইভিএমের একটি অংশ বদলে দিয়েছি।"

 ভুয়ো ভিডিয়ো, দাবি বিজেপি নেতার

ভুয়ো ভিডিয়ো, দাবি বিজেপি নেতার

এদিকে যেই ভিডিয়ো নিয়ে এত বিতর্ক, তা ভুয়ো বলে দাবি করলেন বিজেপি নেতা বকশিশ সিং। তিনি বলেন, "কোনও এক সাংবাদিক বিষয়টির জন্য দায়ী। পুরো বিষয়টিকে ভুল ভাবে প্রচার করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি এবং ইভিএমের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই। আমি ইভিএম নিয়ে কোনও এরকম মন্তব্য করিনি। এই বিষয়ি আমাকে এবং আমার দলকে বদনাম করতে করা হয়েছে।"

<strong>সবার প্রথমে ভোট দিয়ে কমিশনের সংশাপত্র পেলেন চিত্রকুটের ভোটার</strong>সবার প্রথমে ভোট দিয়ে কমিশনের সংশাপত্র পেলেন চিত্রকুটের ভোটার

English summary
Rahul Gandhi tweets on BJP leader of Haryana after he commented on EVM Tampering
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X