For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক সপ্তাহেই নতুন কংগ্রেস সভাপতি! রাহুল জানালেন নিজের মত

এক সপ্তাহের মধ্যেই কংগ্রেস ওয়ার্কিং কমিটি নতুন সভাপতি বেছে নেবে। এমনটাই খবর সূত্রের। অন্যদিকে সভাপতি হিসেবে পদত্যাগে নিজের সিদ্ধান্তেঅনড় রয়েছেন রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

এক সপ্তাহের মধ্যেই কংগ্রেস ওয়ার্কিং কমিটি নতুন সভাপতি বেছে নেবে। এমনটাই খবর সূত্রের। অন্যদিকে সভাপতি হিসেবে পদত্যাগে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন রাহুল গান্ধী। তবে তিনি দলে থাকবেন এবং দলের কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

আর দেরি নয়, বললেন রাহুল

আর দেরি নয়, বললেন রাহুল

আর দেরি নয়, কংগ্রেসের উচিত নতুন সভাপতি বেছে নেওয়া। তবে তিনি এই পদ্ধতিতে যুক্ত নেই বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কেননা তিনি সভাপতির পদে ইস্তফা দিয়েছেন। সভাপতি পদে ইস্তফা দেওয়ার পর থেকে রাহুল গান্ধী বারবার পদত্যাগ পত্র ফিরিয়ে নিতে অস্বীকার করেছেন।

দলে থাকবেন, দলের কাজ করবেন

দলে থাকবেন, দলের কাজ করবেন

রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটির উচিত যত তাড়াতাড়ি সম্ভব মিটিং ডেকে দলের প্রধান বেছে নেওয়া। এর আগেই রাহুল সংবাদ মাধ্যমকে বলেছিলেন, সভাপতি নির্বাচনের সঙ্গে তিনি জড়াতে চান না। কেননা তাতে বিষয়টি আরও জটিল হয়ে উঠবে। তবে তিনি দলে থাকবেন এবং দলের কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

২৫ মে পদত্যাগ

২৫ মে পদত্যাগ

২৫ মে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান রাহুল গান্ধী। এবারের লোকসভা নির্বাচনে ৫৪৩ টি আসনের মধ্যে ৫২ টি আসন পেয়েছে কংগ্রেস। প্রচারে কংগ্রেসকে
দুর্বল করার জন্য দলের নেতাদের সমালোচনা করেছিলেন রাহুল। এব্যাপারে নেতাদের স্বার্থ ছিল বলেও উল্লেথ করেছিলেন তিনি।

English summary
Rahul Gandhi told reporters today that the Congress should choose a new president "quickly and without further delay" and that he was not part of the process at all as he had already resigned.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X