For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাম জোট চায় মানুষই', প্রদেশ নেতাদের বক্তব্য শুনলেন রাহুল গান্ধী

  • By Oneindia Web Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : আগামী বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই একসঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে চায় প্রদেশ কংগ্রেস। এদিন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে সেই মনোভাবই তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস নেতারা। এদিন বৈঠকে বিভিন্ন জেলার প্রদেশ সভাপতিরা এসে নিজেদের বক্তব্য তুলে ধরেন। সূত্রের খবর, তার মধ্যে দুই একজন বাদে সকলেই বামেদের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছেন। তবে কেউ যে তৃণমূলের হাত ধরতে চান না, সেটা দ্বর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন সকলে। বামেদের হাত না ধরলে একা চলতে দু'একজনরে আপত্তি নেই। তবে তৃণমূল বিরোধিতায় সকলে এককাট্টা মনোভাব দেখিয়েছেন।

আলোচনা শেষে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী জানান, তাঁদের প্রত্যকের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছেন রাহুল গান্ধী। নেতাদের মনোভাবের কথা সনিয়া গান্ধীকে তিনি জানাবেন। এরপরে ফের একপ্রস্থ বৈঠকের পরে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

'বাম জোট চায় মানুষই', রাহুলকে এটাই বোঝাবেন প্রদেশ নেতারা

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : অবশেষে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ দিল্লিতে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রদেশ নেতারা। উদ্দেশ্য একটাই, আগামী বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোটের জন্য হাইকম্যান্ডকে রাজি করানো।

প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস নেতারা বারবারই বামেদের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করে এসেছেন। এদিনও সেই মতামতকেউ তুলে ধরবেন। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, বামেদের সঙ্গে জোট চায় কংগ্রেস কর্মীরা সহ রাজ্যের সাধারণ মানুষ। আর সেই জনমতের নির্যাসটুকুই তাঁরা হাইকম্যান্ডকে জানাবেন।

এদিন দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসছেন মোট ১২ জন কংগ্রেস নেতা। অধীরবাবু ছাড়াও থাকবেন প্রদীপ ভট্টাচার্য, সোমেন মিত্র, দীপা দাশমুন্সি, আবদুল মান্নান, ওমপ্রকাশ মিশ্র, মানস ভুঁইঞ্য়ার মতো নেতারা। এছাড়াও বৈঠকে থাকার কথা কংগ্রেস যুব, মহিলা ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের।

হাইকম্যান্ডের সামনে জোটের পক্ষে কোন কোন দাবিগুলি তুলে ধরবেন তা ঠিক করতে রবিবার রাতেই দিল্লিতে একবার নিজেরাই বৈঠক করে নিয়েছে প্রদেশ নেতৃত্ব। আর যাই হোক তৃণমূলের সঙ্গে জোট যে তাঁরা কোনওমতেই বরদাস্ত করবেন না, তা এদিনের সভায় শুরুতেই জানিয়ে দিতে চাইবেন অধীরবাবুরা।

এরপরে যা সিদ্ধান্ত নেওয়ার তা হাইকম্যান্ড নেবে বলে জানিয়েছেন প্রদেশ নেতারা। তাঁদের বক্তব্য, বাম আমলে সিপিএম বিরোধীদের কণ্ঠরোধ করার রাজনীতি করত। আর তৃণমূল আমলে এসে বিরোধীদের অস্তিত্ব নিকেশের পালা শুরু হয়েছে। এই ভয়ঙ্কর প্রবণতা ঠেকাতে বিরোধীদের ঐক্যবদ্ধ জোট প্রয়োজন।

English summary
Rahul Gandhi to discuss Left-Congress coalition with state leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X