For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ ফস্কে সত্যি! বিজেপি সরকারকে দুর্নীতিবাজ বললেন অমিত! ধন্যবাদ রাহুলের

তবে কি মুখ ফস্কে সত্যি কথাটা বলে ফেললেন অমিত শাহ! অন্তত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তেমনটাই মনে করছেন।

Google Oneindia Bengali News

তবে কি মুখ ফস্কে সত্যি কথাটা বলে ফেললেন অমিত শাহ! অন্তত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তেমনটাই মনে করছেন। আর সেই কথা তাঁরা ফলাও করে টুইটও করেছেন। মুখ ফস্কে হলেও সত্যি কথা বলার জন্য ধন্যবাদ দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহকে।

মুখ ফস্কে সত্যি! বিজেপি সরকারকে দুর্নীতিবাজ বললেন অমিত! ধন্যবাদ রাহুলের

[আরও পড়ুন: বিজেপি নেতারাও আগ্রহী বিকল্প জোটে! অখিলেশ-মায়ায় নয়া সূত্রের দিশা দেখাবেন মমতা ][আরও পড়ুন: বিজেপি নেতারাও আগ্রহী বিকল্প জোটে! অখিলেশ-মায়ায় নয়া সূত্রের দিশা দেখাবেন মমতা ]

এদিন অমিত শাহ সাংবাদিক সম্মেলনে বলেন, কর্ণাটকের সবথেকে দুর্নীতিবাজ সরকার হল ইয়েদুরাপ্পা সরকার। এই ইয়েদুরাপ্পা সরকারকে পুরষ্কৃত করা উচিত দুর্নীতির জন্য। অমিত শাহ যখন সিদ্দারামাইয়া সরকারকে দুষতে গিয়ে নিজের দলের বিগত সরকারকেই দোষারোপ করে বসেন, তখনই পাশ থেকে বিজেপি নেতা ভুল ধরিয়ে দেন অমিত শাহের।

[আরও পড়ুন:সংসদে মমতার সঙ্গে দেখা কুণালের! পাঁচ বছর পর সাক্ষাতেও ধরা পড়ল পুরনো আবেগ][আরও পড়ুন:সংসদে মমতার সঙ্গে দেখা কুণালের! পাঁচ বছর পর সাক্ষাতেও ধরা পড়ল পুরনো আবেগ]

কিন্তু অমিত শাহের এই মুখ ফস্কানো বাণীই এরপর ছড়িয়ে পড়ে। তাঁর কথা যে শুধু বড় ইস্যু হতে চলেছে তা নয়, এই কথা বিজেপিকে অস্বস্তিতে ফেলবে আসন্ন ভোটের আগে। আর তা পরিষ্কার হয়ে যায় এরপরই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট বার্তার পরই। রাহুল ও সিদ্দারামাইয়া কটাক্ষ করেন অমিত শাহকে। রাহুল গান্ধী লেখেন, 'মুখ ফস্কে সত্যি কথাটা বলে ফেলেছেন অমিত শাহ। তাঁকে তাই ধন্যবাদ দিতেই হয়।'

রাহুলের কথায়, 'বিজেপি সভাপতি নিজেই স্পষ্ট করে দিয়েছেন কারা দুর্নীতিবাজ। তিনি এতদিন পর মুখ ফস্কে সত্যি কথাটা বলে ফেলেছেন।' আর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইটে লিখেছেন, 'অমিত শাহ সত্যি কথাই বলেছেন। এটা ভুল করে বলে ফেলা নয়, এটাই ধ্রুব সত্য। তাঁকে এই সত্যি কথা বলার জন্য ধন্যবাদ।'

English summary
Congress President Rahul Gandhi thanks to Amit Shah on twitter for telling BJP government as corrupt. Karnataka CM Siddaramaiya also tweets to amit shah and gives thanks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X