For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে নতুন চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, কী করবেন প্রধানমন্ত্রী

বিরাট কোহলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লে তা তিনি গ্রহণ করেছেন। যা দেখে রাহুল পাল্টা চ্যালেঞ্জ করেছেন মোদীকে।

  • |
Google Oneindia Bengali News

শরীরচর্চা ও খেলাধূলাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং। নতুন এক প্রচারের নাম #HumFitTohIndiaFit। বুধবার রাঠৌর ভারতীয়দের ফিটনেস ভিডিও শ্যুট করে তা সকলের সঙ্গে শেয়ার করতে বলেন ও নিজের ফিটনেসের গোপন মন্ত্র জানাতে বলেন। সঙ্গে তিনজনকে চ্যালেঞ্জ করেন ভিডিও তৈরি করে তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে। তিনি চ্যালেঞ্জ ছোঁড়েন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলিকে। পাল্টা কোহলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লে এদিন সকালে দেখা যায় প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। পরে নিজের ভিডিও শেয়ার করবেন বলেছেন।

নরেন্দ্র মোদীকে নতুন চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, কী করবেন প্রধানমন্ত্রী

যা নিয়ে পাল্টা সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। কংগ্রস সভাপতি রাহুল গান্ধী টুইট করে মোদীকে বলেছেন, দারুণ কথা যে আপনি বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমারও একটি চ্যালেঞ্জ রয়েছে। জ্বালানির দাম কমিয়ে দেখান।

[আরও পড়ুন: চার বছরে মোদী সরকারের সাফল্য-ব্যর্থতার হিসাব জানেন কি][আরও পড়ুন: চার বছরে মোদী সরকারের সাফল্য-ব্যর্থতার হিসাব জানেন কি]

যদি তা সরকার না করতে পারে তাহলে আগামিদিনে কংগ্রেস সারা দেশে বিক্ষোভ শুরু করবে ও সরকারকে বাধ্য করবে তেলের দাম কমাতে। এমনই হুমকির সুর শোনা গিয়েছে রাহুলের গলায়। এমনকী এই ইস্যুতে মোদীর উত্তর শুনতেও তিনি উৎসুক বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

একইভাবে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়েছেন বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবও। বিরাটের চ্যালেঞ্জ নিয়ে তিনি আপত্তি জানাননি। তবে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে যুবকদের চাকরি দিন, কৃষকদের সমস্যা মেটান, দলিত ও পিছিয়ে পড়া অংশের বিরুদ্ধে যাতে অত্যাচার না হয় তা সুনিশ্চিত করুন। এমনটাই দাবি জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন:মোদী সরকারের চার বছরে প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ফারাক কতটা][আরও পড়ুন:মোদী সরকারের চার বছরে প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ফারাক কতটা]

English summary
You accepted Kohli's challenge, accept ours, says Rahul Gandhi and Tejashwi Yadav to PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X