For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার মূল্যের ‘অমৃতকাল’, পুরনো বক্তব্য সামনে এনে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

মার্কিন ডলারের নিরিখে ক্রমাগত টাকার দামের পতনকে হাতিয়ার করে বিজেপি সরকারকে একহাত নিল কংগ্রেস। ২০১৪ সালের আগে টাকার পতনের জন্য নরেন্দ্র মোদী তৎকালীন ইউপিএ সরকারের প্রবল সমালোচনা করেছিলেন। সেটাই বিজেপি সরকারকে ফিরিয়ে দিলেন কংগ্রেস নেতারা।

রাহুল গান্ধীর টুইট

রাহুল গান্ধীর টুইট

মার্কিন ডলারের নিরিখে টাকার দামের রেকর্ড পতন। তার সঙ্গে ভারতে মুদ্রাস্ফীতি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপিকে এক হাত নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি টুইট করে বলেছেন, '৪০ টাকায় রিফ্রেশিং, ৫০ টাকায় ভারত সঙ্কটে, ৬০ টাকায় ভারত আইসিইউয়ে, ৭০ টাকায় আত্মনির্ভর, ৮০ টাকায় অমৃতকাল।' রাহুল গান্ধী ডলারের নিরিখে টাকার দামকে সামনে রেখেই এই কটাক্ষ করেছেন। ২০১৪ সালের আগে মোদীর একটি টুইটকে সামনে এনে রাহুল গান্ধী বলেন, 'দেশ এখন হতাশার কবলে পড়েছে। এটা তো আপনারই কথা। তাই না মোদীজি?'

কংগ্রেস নেতাদের কটাক্ষ

কংগ্রেস নেতাদের কটাক্ষ

ডলারের নিরিখে টাকার দামের ক্রমাগত পতনকে সামনে রেখে কংগ্রেস নেতারা কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন। কেন্দ্র সরকার ও বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজওয়ালা বলেন, ক্রমাগত টাকার দামের পতন হচ্ছে। কেন্দ্র সরকার টাকার দামের পতন রোধ করতে ব্যর্থ। যার জেরে কেন্দ্র তাদের সমস্ত বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম শুক্রবার বলেন, '২০১৩ সালে চার মাসের মধ্যে মার্কিন ডলারের নিরিখে টাকার দাম পতন হয়। কিন্তু তারপর ফের টাকার দাম উঠতে থাকে। ইউপিএ সরকারের আমলেই টাকার দাম ৬৯ টাকা থেকে ৫৮ টাকায় ফিরে আসে।' চিদাম্বরম বলেন, '২০১২-১৩ সালে জিডিপি ৫.১ শতাংশ থেকে বেড়ে ২০১৩-১৪ সালে ৬.৯ শতাংশ হয়। এগুলো ভারতের সাম্প্রতিক ইতিহাসের ঘটনা। বিজেপি কোনওদিন ভারতকে এই অবস্থায় নিয়ে আসতে পারবে না।' কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, 'এক সময় টাকার দামের পতন নিয়ে নরেন্দ্র মোদী অনেক কথা বলেছিলেন। এখন এই বিষয়ে তিনি কী বলবেন?'

অতীতে কী বলেছিলেন নরেন্দ্র মোদী

অতীতে কী বলেছিলেন নরেন্দ্র মোদী

গুজরাতের মুখ্যমন্ত্রী থাককালীন মার্কিন ডলারের নিরিখে টাকার দামের পতন হতে থাকে। সেই সময় ইউপিএ সরকারকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেছিলেন, পতনশীল টাকার মূল্যের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর মান সম্মান জড়িয়ে রয়েছে। টাকার দাম যত কমবে, প্রধানমন্ত্রীর মান সম্মান তত কমবে। ২০১৩ সালের জুলাই মাসে মোদী টুইটে লিখেছিলেন, 'কার আগে পতন হবে, এই নিয়ে ইউপিএ সরকার ও টাকার মূল্যের প্রতিযোগিতা হচ্ছে।' নরেন্দ্র মোদী সেই সময় টাকার মূল্যের পতন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একাধিকবার কটাক্ষ করেছিলেন।

টাকার মূল্যের পতনে অর্থমন্ত্রীর বক্তব্য

টাকার মূল্যের পতনে অর্থমন্ত্রীর বক্তব্য

মার্কিন ডলারের নিরিখে টাকার মূল্যের রেকর্ড পতন হয়েছে। এরজন্য দেশের অর্থ মন্ত্রক সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছে। চলতি মাসের শুরুতেই মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য ৭৯.১১৮ টাকায় নেমে গিয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, আরবিআইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তিনি বলেন, 'বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মোটেই ভালো নয়। বিশ্বের অন্যান্য মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রা ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, আমরা বিশ্ব রাজনীতির অংশ। তাই বিশ্বে আর্থিক পরিস্থিতিতে মন্দা দেখা দিলে, আমাদের ওপর তার প্রভাব পড়বে।'

English summary
Rahul Gandhi taunts Prime Minister Narendra Modi for falling rupees value against dollar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X