For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সঙ্গে লড়াই রাজনৈতিক নয়! হরিয়ানা থেকে RSS ও মোদীকে নিশানা রাহুল গান্ধীর

বিজেপির সঙ্গে লড়াই রাজনৈতিক নয়! হরিয়ানা থেকে RSS ও মোদীকে নিশানা রাহুল গান্ধীর

  • |
Google Oneindia Bengali News

রবিবার হরিয়ানায় গিয়ে শেষ হয়েছিল ভারত জোড়ো যাত্রা। এদিন ফের সেখান থেকেই শুরু হয়েছে এই যাত্রা। রবিবার এব্যাপারে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান দেশের সব মানুষ তাঁর উপাসনা করুন। অন্যদিকে কংগ্রেস ফোকাস করেছে তপস্যায়।

ঘৃণা ও ভয় ছড়ানোর বিরুদ্ধে যাত্রা

ঘৃণা ও ভয় ছড়ানোর বিরুদ্ধে যাত্রা

রাহুল গান্ধী বলেছেন, ভারত জোড়ো যাত্রা সমাজে ঘৃণা ও ভয় ছড়ানোর বিরুদ্ধে ছিল। তবে তিনি এই যাত্রা দেখছেন তপস্যা হিসেবে। তিনি বলেছেন, যাত্র হল তপস্যা আর সেলফ মেডিটেশনের। রাহুল গান্ধী আরএসএস বিজেপিকে নিশানা করে বলেছেন, এরা চায় লোকেদের ওপরে প্রভাব খাটিয়ে তাদের পুজো করতে। যা করা হচ্ছে সম্পদ ব্যবহার করে, প্রতিষ্ঠান দখল করে এবং ভয়ের পরিবেশ তৈরি করে।

পুজো চায় আরএসএস-মোদী

পুজো চায় আরএসএস-মোদী

প্রাক্তন কংগ্রেস সভাপতি অভিযোগ করে বলেছেন, আরএসএস চায় বলপূর্বক তাদের পুজো করা হোক। মোদীও এটাই চান। সেই কারণে তিনি মিডিয়ার সঙ্গে দেখা করেন না। তিনি চান দেশের সব মানুষই তাঁর পুজো করুক। রাহুল বলছেন, কংগ্রেস যখন তপস্যায় বিশ্বাস করে, তখন বিজেপি হল পুজোর সংস্থা। তিনি আরও বলেছেন, বিজেপি ও আরএসএস তপস্যাকে সম্মান করে না। তারা চায় তাদের পুজো করে, শুধুমাত্র তাদেরই সম্মান করা হোক। সেই পরিস্থিতিতে ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে রাহুল বলেছেন, দেশের সত্যিকারের কণ্ঠস্বর লোকেদের শোনানোই তাঁর উদ্দেশ্য।

সুপারফিশিয়াল পলিটিক্যাল লড়াই

সুপারফিশিয়াল পলিটিক্যাল লড়াই

গীতাকে উদ্ধৃত করে রাহুল গান্ধী বলেছেন, নিজের কাজ করুন, যা ঘটার তা ঘটবে। ফলাফলের দিকে মনোনিবেশ করবেন না। রাহুল অভিযোগ করে বলেছেন দেশের মানুষকে বিভক্ত করতে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। হিন্দু থেকে মুসলিম একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে।
রাহুল গান্ধী বলেছেন, তিনি একটা বিষয় বুঝেছেন, এই লড়াই সাধারণভাবে রাজনৈতিক নয়, এটি সুপারফিশিয়াল পলিটিক্যাল লড়াই। তুলনা করতে গিয়ে তিনি বলেছেন, বিএসপি এবং টিআরএস-এর সঙ্গে যখন লড়াই হয়, তখন তা রাজনৈতিক। তবে দেশে সেখানে পরিবর্তন এসেছে।
রাহুল বলেছেন, যেদিন থেকে আরএসএস এই দেশে প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ শুরু করেছিল, সেই সময়ও তা রাজনৈতিক ছিল না। এখন সেটি একটি ভিন্ন লড়াইয়ে পরিণত হয়েছে। এখন এটা মতাদর্শ কিংবা ধর্মের লড়াইয়ে পরিণত হয়েছে। তুলনায় কংগ্রেসের কথা বলতে গিয়ে রাহুল বলেছেন, কর্মীদের মধ্যে একটি শক্তি রয়েছে। কংগ্রেসকে তপস্যার সংগঠন বলেও বর্ণনা করেছেন তিনি। রাহুল বলেছেন, শুধুমাত্র কংগ্রেস কিংবা একজন ব্যক্তি তপস্যা করছেন না, লক্ষ লক্ষ মানুষ তপস্যা করছেন।

স্বাধীনতার সময় ব্রিটিশদের পুজো

স্বাধীনতার সময় ব্রিটিশদের পুজো

বিজেপি ও আরএসএসকে নিশানা করে রাহুল বলেছেন, এরা বলে তপস্যাকে সম্মান করা উচিত নয়। যারা তাদেরকে পুজো করে তাদেরকেই সম্মান করা উচিত। রাহুল বলেছেন, স্বাধীনতার লড়াই ছিল তপস্যার। এইসব লোকেরা (আরএসএস) ব্রিটিশদের পুজো করেছিল।
তিনি তপস্বী কিনা, প্রশ্নের উত্তরে রাহুল বলেন, এই দেশ তপস্বীর। তিনি বলেন, মানুষ বলছেন রাহুল গান্ধী কত কিমি হেঁটেছেন। কিন্তু সেখানে শ্রমিক-কৃষকরা যে কত কিমি হাঁটছেন, সেই প্রশ্ন কেউ করেন না।

সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন আদালতের, প্রাক্তন ব্যাঙ্কার চন্দা কোচারকে মুক্তির বার্তাসিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন আদালতের, প্রাক্তন ব্যাঙ্কার চন্দা কোচারকে মুক্তির বার্তা

English summary
Rahul Gandhi targets RSS and Narendra Modi from Bharat Jodo Yatra in Haryana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X