For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মিথ্যা নয় দ্রুত টিকাকরণ প্রয়োজন, কোভিশিল্ডের দুই ডোজের সময় বাড়ানো নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

বিজেপির মিথ্যা নয় দ্রুত টিকাকরণ প্রয়োজন,কোভিশিল্ডের দুই ডোজের সময় বাড়ানো নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

  • |
Google Oneindia Bengali News

দেশে অ্যাস্ট্রাজেনিকার (AstraZeneca) তৈরি কোভিশিল্ডের (covishield ) দুটি ডোজের মধ্যে সময় ব্যবধান বাড়ানো নিয়ে মোদী সরকারের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। ভারতে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করছে সিরাম ইনস্টিটিউট। মে মাসে দুটি ডোজের মধ্যের সময়সীমা বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করে দেওয়া হয়েছে।

টিকাকরণ নিয়ে লাগাতার আক্রমণ রাহুলের

টিকাকরণ নিয়ে লাগাতার আক্রমণ রাহুলের

দেশে টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি লাগাতার আক্রমণ বজায় রেখেছেন রাহুল। এর আগে ২৮ মে তিনি বলেছিলেন, টিকাকরণই হল করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্থায়ী সমাধান। কিন্তু দেশে এখনও পর্যন্ত অল্পসংখ্যক মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে। এই যদি টিকাকরণের গতি হয়, তাহলে দেশের সব মানুষকে ভ্যাকসিন দিতে ২০২৪ সাল লেগে যাবে।

 বিজেপির মিথ্যা নয়, টিকাকরণ চাইছে দেশবাসী

বিজেপির মিথ্যা নয়, টিকাকরণ চাইছে দেশবাসী

এদিন রাহুল টুইটে বলেছেন, বিজেপির মিথ্যা নয়, দেশবাসী চাইছে খুব তাড়াতাড়ি টিকাকরণ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জন্যই দেশে ভ্যাকসিনের আকাল তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছেন রাহুল।

পরামর্শ উপেক্ষা করে দুটি টিকার মধ্যের সময় বাড়িয়েছে কেন্দ্র

পরামর্শ উপেক্ষা করে দুটি টিকার মধ্যের সময় বাড়িয়েছে কেন্দ্র

১৩ মে কেন্দ্র জানিয়েছিল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন সুপারিশেই কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যের সময় ১২ সপ্তাহ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে। কিন্তু ওই সংস্থার কোর গ্রুপের ১৪ সদস্যের মধ্যে ৩ জন সরকারের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। তাঁরা দাবি করেছেন, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের হাতে এমন কোনও তথ্য ছিল না যার ভিত্তিতে তারা এই ধরনের সুপারিশ করতে পারেন।
এব্যাপারে সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এমিডেমোলজির প্রাক্তন অধিকর্তা এমডি গুপ্তা বলেছেন, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যের সময়সীমা ৮ থেকে ১২ সপ্তাহ করার সুপারিশ করেছিল। কেননা তা করতে বলেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। ১২ সপ্তাহের বেশি ব্যবধান বাড়ানোর ক্ষেত্রে এনটিএডিআই-এর হাতে কোনও তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি।

বৈজ্ঞানিক কারণেই বাড়ানো হয়েছে সময়

বৈজ্ঞানিক কারণেই বাড়ানো হয়েছে সময়

যদিও এই বিতর্ক তৈরির পরে এনটিএডিআই-এর চেয়ারম্যান এনকে অরোরা বুধবার বলেছেন কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যেকার ব্যবধান ১২-১৬ সপ্তাহ করা হয়েছে বৈজ্ঞানিক কারণের ওপরে ভিত্তি করেই। যার মধ্যে কোনও বিরোধিতা নেই বলেও দাবি করেছেন তিনি। দেশে এখনও পর্যন্ত প্রায় ২৬ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

শুভেন্দুর সঙ্গে কথা হয়নি, বিজেপি নেতার দিল্লি সফরের পর আরও এক বিষয়ে 'অজ্ঞাত' দিলীপশুভেন্দুর সঙ্গে কথা হয়নি, বিজেপি নেতার দিল্লি সফরের পর আরও এক বিষয়ে 'অজ্ঞাত' দিলীপ

English summary
Congress's Rahul Gandhi targets Modi Govt over extending gap between AstraZeneca's covishield Vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X