For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী জনধন লুট যোজনা! জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা রাহুলের

দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি (fuel price hike) নিয়ে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। জ্বালানির দাম নিয়ে তিনি ইউপিএ (UPA) সময়ের সঙ্গে বর্তমান মোদী (Narendra Modi) জমানার তুলনা করেছ

Google Oneindia Bengali News

দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি (fuel price hike) নিয়ে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। জ্বালানির দাম নিয়ে তিনি ইউপিএ (UPA) সময়ের সঙ্গে বর্তমান মোদী (Narendra Modi) জমানার তুলনা করেছেন। তিনি দাবি করেছেন, ইউপিএ সরকারের থেকে মোদী সরকার জ্বালানির দাম বৃদ্ধির সমস্যা অনেক ভালভাবে মোকাবিলা করেছিল।

দুই জমানার তুলনা

রাহুল গান্ধী টুইটারে পোস্ট করা একটি গ্রাফিক্সের মাধ্যমে গাড়ির মালিকদের পেট্রোল ও ডিজেলের খরচের তুলনা করেছেন তিনি। রাহুলের শেয়ার কথা তথ্য অনুসারে ২০১৪ সালের ২৬ মে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ছিল ১০৮.০৫ ডলার। আর ২০২২-রএ ৪ এপ্রিল ৯৯.৪২ ডলার। তিনি বলেছেন ২০১৪-র মে মাসে স্কুটার এবং টু-হুইলারের জ্বালানির ট্যাঙ্ক পূরণ করতে ৭১৪ টাকা খরচ হত। আর বর্তমানে তা পূরণ করতে ১০৩৮ টাকা খরচ হচ্ছে। এখানে ৩২৪ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। ২০১৪ সালে একটি গাড়ির ট্যাঙ্ক পূরণ করতে খরচ হত ২৮৫৬ টাকা। সেটা বর্তমান সময়ে দাঁড়িয়েছে ৪১৫২ টাকায়। জ্বালানির মুদ্রাস্ফীতির কারণে গাড়ির মালিকদের ১২৯৬ টাকা ক্ষতি হচ্ছে। রাহুল গান্ধীর শেয়ার করা তথ্য অনুযায়ী, ২০১৪ ,সালের মে মাসে একটি ট্রাক্টরের জ্বালানির ট্যাঙ্ক পূরণ করতে খরচ গত ২৭৪৯ টাকা। আৎ ২০২২-এর ৪ এপ্রিল খরচ হচ্ছে ৪৫৬৩ টাকা। অতিরিক্ত খরচ হচ্ছে ১৮১৪ টাকা।

প্রধানমন্ত্রী জনধন লুট যোজনা

প্রধানমন্ত্রী জনধন লুট যোজনা

বিষয়টিতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী জনধন লুট যোজনা বলে কটাক্ষ করেছেন। যদিও সরকারের তরফে বারে বারে জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধকেই দায়ী করা হচ্ছে।

আক্রমণ করেছেন পি চিদাম্বরমও

আক্রমণ করেছেন পি চিদাম্বরমও

পেট্রোল ও ডিজেরে দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরমও। টুইট করে তিনি বলেছেন, গত বছরে মোদী সরকার জ্বালানির কর হিসেবে ২৬,৫১, ৯১৯ কোটি টাকা তুলেছে। কেন্দ্রীয় সরকার দেশের প্রায় ২৬ কোটি পরিবারের ওপরে গড়ে ১ লক্ষ টাকা করে কর চাপিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। চিদাম্বরম প্রশ্ন করেছেন, এত বিপুল পরিমাণ করের বদলে সাধারণ মানুষ কী পেল?

সোমবারেও জ্বালানির দাম বৃদ্ধি

সোমবারেও জ্বালানির দাম বৃদ্ধি

সোমবারের ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বেড়েছে। তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে সোমবার পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু যথাক্রমে ৪২ পয়সা এবং ৪০ পয়সা বৃদ্ধি হয়েছে। এই দাম বৃদ্ধি অবশ্য কলকাতার নিরিখে। এইনিয়ে এবার পরপর ১৪ দিনে ১২ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। সব মিলিয়ে জ্বালানির দাম লিটার পিছু বেড়েছে ৮.৭৮ টাকা। ১৩৭ দিন জ্বালানির দাম বৃদ্ধি স্থগিত থাকার পরে ২২ মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করে।

রঙ বদলানো-সুযোগ সন্ধানী বলে বাবুলকে নিশানা! রাজনীতি সম্পর্কে জানেন না, নাসিরুদ্দিকে বললেন তৃণমূল নেতারঙ বদলানো-সুযোগ সন্ধানী বলে বাবুলকে নিশানা! রাজনীতি সম্পর্কে জানেন না, নাসিরুদ্দিকে বললেন তৃণমূল নেতা

English summary
Rahul Gandhi targets Modi Govt on fuel price hike as Pradhan Mantri Jan Dhan LOOT Yojana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X