For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপ্রস্তুত মোদী সরকার, রেকর্ড সংক্রমণের দিনে ফের কেন্দ্রকে তোপ রাহুলের!

Google Oneindia Bengali News

ফের একদিনে রেকর্ড সংক্রমণ ভারতে। দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৭৫ হাজারে বেশি। মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫। আর এরপরই ফের কেন্দ্রকে তোপ দেগে টুইট করলেন রাহুল গান্ধী। তাঁর দাবি, ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে কেন্দ্রের কাছে এখনও কোনও সুনির্দিষ্ট রূপরেখা তৈরি নেই।

কেন্দ্রকে তোপ দেগে রাহুলের

কেন্দ্রকে তোপ দেগে রাহুলের

কেন্দ্রকে তোপ দেগে রাহুল বলেন, 'বিশ্বের কয়েকটি দেশই করোনা ভ্যাকসিন তৈরি করবে, ভারত তাদের মধ্যে অন্যতম দেস হতে চলেছে। সরকারের উচিৎ, দেশে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা। তবে এখনও পর্যন্ত কেন্দ্র ভ্যাকসিন বিতরণ ইস্যুতে কোন পথে চলবে, তা নির্ধারণ করে উঠতে পারেনি।' প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতিতে চালু হতেই নিয়ম করে রোজ প্রধানমন্ত্রী মোদীকে তোপ দেগেছেন রাহুল।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের পরীক্ষা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের পরীক্ষা

এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে পুনেতে। কয়েকদিন আগেই এই পরীক্ষার অনুমোদন দিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। প্রাথমিকভাবে ১৭টি ক্লিনিককে বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষার জন্য। ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকা এমন ১৬০০ জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে অক্সফোর্ডের ভ্যাকসিন। এদের মধ্যে প্রথম ২ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

টীকা তৈরির লাইসেন্স পায় সেরাম ইনস্টিটিউট

টীকা তৈরির লাইসেন্স পায় সেরাম ইনস্টিটিউট

অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হওয়ার পরেই ভারতে এই টীকা তৈরির লাইসেন্স পায় সেরাম ইনস্টিটিউট। এরপর প্রথম পর্যায়ের পরীক্ষণ হয় দেশে। এরপর শুরু হল দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল। পরীক্ষামূলকভাবে প্রয়োগের আগে প্রত্যেকের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। তাঁদের শরীরে কোরোনার কোনও অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখা হবে।

মোট করোনা মুক্তের সংখ্যা ২৫ লক্ষ ২৩ হাজার

মোট করোনা মুক্তের সংখ্যা ২৫ লক্ষ ২৩ হাজার

তবে এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৬০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ২৩ জনের। মোট মৃতের সংখ্যা ৬০ হাজার ৪৭২। রেকর্ড হারে সংক্রমণ হলেও সুস্থ হয়েছেন অধিকাংশই। সুস্থতার হার ৭৬.২৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ১৩ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা মুক্তের সংখ্যা ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭১। সক্রিয় আক্রান্ত ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১।

গত ২২ দিনে দেশে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক

গত ২২ দিনে দেশে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক

দু'সপ্তাহের বেশি সময় ধরে দেশে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে। ৭ অগাস্ট পর্যন্ত ২০ লক্ষের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছিল। এখন সেই সংখ্যা ৩৩ লক্ষ ছাড়িয়েছে। গত ২২ দিনে দেশে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক। যদিও এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে আমেরিকা ও ব্রাজিল।

<strong>কিম কি আদৌও মারা গিয়েছেন? নাকি পুরোটাই আমেরিকাকে বোকা বানানোর ফন্দি!</strong>কিম কি আদৌও মারা গিয়েছেন? নাকি পুরোটাই আমেরিকাকে বোকা বানানোর ফন্দি!

English summary
Rahul Gandhi targets central govt and Modi about Coronavirus and vaccine preparedness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X