For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতির জন্য খাদি কিন্তু জাতীয় পতাকার জন্য চিনা পলিয়েস্টার! প্রধানমন্ত্রী মোদীকে নিশানা রাহুলের

জাতির জন্য খাদি কিন্তু জাতীয় পতাকার জন্য চিনা পলিয়েস্টার! প্রধানমন্ত্রী মোদীকে নিশানা রাহুলের

  • |
Google Oneindia Bengali News

খাদির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যেভাবে বলছেন, তাকে কটাক্ষ করলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কথায় ও কাজে মিল নেই। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী শনিবার বলেছিলেন, খাদি (Khadi) একটি উন্নত এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন অর্জনের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, জাতির জন্য খাদি কিন্তু জাতীয় পতাকার জন্য চিনা পলিয়েস্টার। বরাবরের মতো প্রধানমন্ত্রীর কথায় ও কাজে মিল নেই, বলেছেন রাহুল গান্ধী।

 পতাকা কোড সংশোধনের নিন্দা

পতাকা কোড সংশোধনের নিন্দা

বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পতাকা কোড সংশোধন করেছে। সেখানে বলা হয়েছে, জাতীয় পতাকা গাতে কাটা, হাতে বোনা, মেশিনে তৈরি, তুলা, পলিয়েস্টার, উল, সিল্ক কিংবা খাদিতে তৈরি করা যাবে। আগে অবশ্য মেশিনে তৈরি এবং পলিয়েস্টারে পতাকা ব্যবহারের অনুমতি ছিল না।

খাদি নিয়ে প্রধানমন্ত্রী

খাদি নিয়ে প্রধানমন্ত্রী

শনিবার আহমেদাবাদের সবরমতী রিভারফ্রন্টে খাদি উৎসব চলাকালীন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, খাদি হল আত্ম সম্মানের প্রতীক। স্বাধীনতা সংগ্রামের সময় গান্ধীজি খাদিকে দেশের আত্মসম্মানের প্রতীক বানিয়েছিলেন। কিন্চু স্বাধীনতার পরবর্তী সময়ে খাদি বা হোমস্পানকে একটি নিকৃষ্ট পণ্য হিসেবে বিবেচনা করা হয়েছিল। তিনি বলেছিলেন, খাদি যেভাবে স্বাধীনতা আন্দোলনের শক্তি হয়ে উঠেছে এবং ঔপনিবেশিক শাসনের সময় দাসত্বের শৃঙ্খল ভেঙেছে, তাতে এটি ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত ও স্বনির্ভর করার অনুপ্রেরণা হতে পারে।

উৎসবের মরসুমে খাদি ব্যবহার করুন

উৎসবের মরসুমে খাদি ব্যবহার করুন

প্রধানমন্ত্রী মোদী আসন ফরসবের মরসুমে শুধুমাত্র খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজের জিনিসপত্র উপহার হিসেবে দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, যদি বিভিন্ন ধরণের কাপড় তৈরিতে খাদিকে স্থান দেওয়া যায়, তাহলে ভোকাল ফল লোকাল প্রচার গতি পাবে। খাদির প্রচারের সরকারের প্রচেষ্টার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার খাদি ফর নেশন এবং খাদি ফর ফ্যাশানের সঙ্গে খাদি ফর ট্রান্সফর্মেশনের অঙ্গীকার করেছে। তার জেরেই সারা দেশে খাদি পণ্যের বিক্রি বেড়েছে বলেও মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী শনিবার শহরের পূর্ব ও পশ্চিম দিকের সংযোগকারী সবরমতি নদীর ওপরে অটল সেতুর নামে একটি ফুট ওভারব্রিজের উদ্বোধন করেন। আজাদিকা অমৃত মহোৎসবরের অংশ হিসেবে স্বাধীনতার সংগ্রামের সময় ব্যবহৃত খাদিকে গুরুত্ব দিতে খাদি উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী চরকায় সুতো কাটার চেষ্টা করেন।
আহমেদাবাদের সবরমতি রিভারফ্রন্ট উৎসবে গুজরাতের বিভিন্ন জেলা থেকে প্রায় ৭৫০০ মহিলা খাদি শিল্পী অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর চরকা কাটার সময়ে সব মহিলা শিল্পীরাও একইসঙ্গে চরকা কাটেন।

মনে হল ভূমিকম্প হচ্ছে, টুইন টাওয়ার ধ্বংসের অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রামনে হল ভূমিকম্প হচ্ছে, টুইন টাওয়ার ধ্বংসের অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রা

English summary
Rahul Gandhi targets BJP and PM Narendra Modi as Khadi for Nation’ but Chinese Polyester for National flag
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X