For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি! এবার মোদীর বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগ করবে দেশের যুবারা, নিশানা রাহুলের

চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি! এবার মোদীর বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগ করবে দেশের যুবারা, নিশানা রাহুলের

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেেছন এবার কর্মহীন যুবারা অসংসদীয় শব্দের প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী বিরুদ্ধে। গত ৫ বছর ধরে ২ কোটি চাকরি দওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিযে চলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু বছরের পর বছর বেকারত্ব আরও বাড়ছে।

চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি! এবার মোদীর বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগ করবে দেশের যুবারা, নিশানা রাহুলের

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল ৫০টি নতুন অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করেছে সংসদ। তাতে বিরোধীদের ব্যবহার করা বেশিরভাগ শব্দই রয়েছে। তানাশাহি, জুমলাজীবী, কালাদিন, জয়চাঁদ, বিহারি সরকার সহ একাধিক শব্দ রয়েছে। তাই িনয়ে সরব হয়েছে বিরোধীরা। তাঁরা এই িনয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কংগ্রেস েনতা রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র িনশানা করেছেন। গতকালই তিনি টুইটারে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন।

বুধবার আবার প্রতিবাদের সুর চড়িয়েছেন রাহুল। তিনি টুইটে লিখেছেন এবার মিথ্যেবাদী, প্রতারক সহ একাধিক শব্দ মোদী সরকারের বিরুদ্ধে ব্যবহার হবে। আর সেইসব শব্দের ব্যবহার করবে দেশের কর্মহীন যুবারা। কারণ গত ৫ বছর ধরে তাঁদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চলেছে মোদী সরকার। চাকরি পাওয়া তো দূরের কথা আরও বেকারত্ব বেড়েছে। টুইটে দেশের বেকারত্বের সংখ্যার একটি গ্রাফ প্রকাশ করেছেন তিিন।

শুধু কংগ্রেস নয় টিএমসিও মোদী সরকারের এই অসংসদীয় শব্দের তালিকার প্রতিবাদে সরব হয়েছে। টিএমসি সাংসদ মহুয়া মৈত্র টুইটে অসংসদীয় শব্দের তালিকায় দুটি শব্দের বদল চেয়েছেন। তিিন টুইটে লিখেছেন দুটি শব্দের বদল চান। তার মধ্যে যৌন হেনস্থা শব্দের জায়গায় আনা হোক মিস্টার গগৈয়ের নাম। আবার আইওয়াশ শব্দের জায়গায় আনা হোক অমৃতকাল শব্দটি। এই নিয়ে বিরোধিতার পারদ চড়িয়েছে ডেরেক ওব্রায়েনও।

অসংসদীয় শব্দের তালিকায় সংশোধনী চাইলেন মহুয়া, কোন দুই নতুন শব্দ বদলের প্রস্তাবঅসংসদীয় শব্দের তালিকায় সংশোধনী চাইলেন মহুয়া, কোন দুই নতুন শব্দ বদলের প্রস্তাব

English summary
Rahul Gandhi target PM Modi said now uneployed youths are targer with unparliamentary word
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X