For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের মানুষ কী চান প্রধানমন্ত্রী বোঝেন না, অগ্নিপথ প্রকল্প ইস্যুতে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

দেশের মানুষ কী চান প্রধানমন্ত্রী বোঝেন না, অগ্নিপথ প্রকল্প ইস্যুতে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

কেন্দ্র স্বল্পমেয়াদী নিয়োগ নীতি 'অগ্নিপথ' ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের একাধিক জায়গাতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সেনাবাহিনীর চাকরিপ্রার্থীরা এই নিয়োগনীতির কিছু বৈশিষ্ট্যের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভ ক্রমেই হিংসার আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে 'অগ্নিপথ' ইস্যুকে সামনে রেখে কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বন্ধুর বাইরে কারও কথা শুনতে পান না।

দেশের মানুষ কী চান প্রধানমন্ত্রী বোঝেন না, অগ্নিপথ প্রকল্প ইস্যুতে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লেখেন, 'অগ্নিপথ- যুবকদের প্রত্যাখ্যান, কৃষি আইন- কৃষকদের প্রত্যাখ্যান, নোটবাতিল- অর্থনীতিবিদদের প্রত্যাখ্যান, জিএসটি- ব্যবসায়ীদের প্রত্যাখ্যান।' এরপরেই তিনি টুইটে অভিযোগ করেন, 'দেশের মানুষ কী চান তা প্রধানমন্ত্রী বোঝেন না। কারণ তিনি বন্ধুর আওয়াজ ছাড়া কিছুই শুনতে পান না।'

রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী বঢরা টুইট করে নিয়োগ নীতি 'অগ্নিপথ' প্রত্যাহারের আবেদন করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, হঠাৎ করে দেশের সরকার যুব সমাজের ওপর প্রকল্প চাপিয়ে দিতে চাইছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে এই নতুন স্কিম প্রত্যাহার করার আবেদন করেন। পাশাপাশি তিনি সেনাবাহিনীতে নতুন করে নিয়োগের পরামর্শ দেন। বিমানবাহিনীতে স্থগিত নিয়োগের ফলাফল প্রকাশের আবেদন করেন। তিনি আগের মতোই সেনাবাহিনীতে নিয়োগের পরামর্শ দেন।

অগ্নিপথ প্রকল্পে ১৭.৫ থেকে ২১ বছরের বয়সিদের সেনাবাহিনীতে নিয়োগের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এই যুবকরা ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পাবে। মহিলারাও এই প্রকল্পের অধীনে থাকবেন। অগ্নিপথের মাধ্যমে নিয়োগ করা হলে চাকরির মেয়াদ থাকবে চার বছর। এই চার বছর পূর্ণ হওয়ার পর একটি কাস্টমাইজড মাসিক প্যাকেজ দেওয়া হবে। চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর অগ্নিবীরদের এককালীন 'সেবা নিধি' প্যাকেজ দেওয়া হবে।

সেনাবাহিনীতে চাকরিপ্রার্থীরা এই স্কিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন। মূলত চার বছরের চাকরির বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ করছেন। তাঁরা অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার যে প্রকল্প নিয়ে এসেছে তাতে চাকরীপ্রার্থী বা দেশ, কেউ উপকৃত হবেন না। এর ফলে সারকারি চাকরির নিশ্চিত জীবন অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে।

দেশে বিক্ষোভ–প্রতিবাদের মাঝে কেন্দ্রের অগ্নিপথ স্কিমকে সমর্থন করে টুইট রাজনাথ–অমিত শাহেরদেশে বিক্ষোভ–প্রতিবাদের মাঝে কেন্দ্রের অগ্নিপথ স্কিমকে সমর্থন করে টুইট রাজনাথ–অমিত শাহের

চার বছর পর সেনাবাহিনী থেকে বেরিয়ে নতুন করে চাকরি খুঁজতে হবে বলেও চাকরি প্রার্থীরা অভিযোগ করেছেন। সেনাবাহিনীতে যে বেতনের চাকরি করছিলেন, সেই মানের কর্মসংস্থান পরে আদৌ জোগাড় করতে পারবেন কি না, সেই নিয়ে বিক্ষোভকারীরা সংশয় প্রকাশ করেছেন।

English summary
Rahul Gandhi target government on Agneepath Scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X