For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীকে মোদী-শাহের কাছে মাথা নত করতে দেখা অসহ্য, ভোটপ্রচারে শ্লেষ রাহুলের

তামিলনাড়ুর ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী একহাত নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। সেইসঙ্গে কাঠগড়ায় তুললেন মোদী-শাহকেও। রাহুলের কটাক্ষ, মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীকে তাঁদের সামনে মাথা নত করতে বাধ্য করেছেন মোদী ও শাহ।

Google Oneindia Bengali News

তামিলনাড়ুর ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী একহাত নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। সেইসঙ্গে কাঠগড়ায় তুললেন মোদী-শাহকেও। রাহুলের কটাক্ষ, মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীকে তাঁদের সামনে মাথা নত করতে বাধ্য করেছেন মোদী ও শাহ। তাই প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়েছেন তিনি। এভাবে তামিলনাড়ুর মাথা নত করতে বাধ্য হওয়া অসহনীয় বলে ব্যাখ্যা করেছেন রাহুল।

মুখ্যমন্ত্রীর মোদী-শাহের কাছে মাথা নত করা অসহ্য: রাহুল

চেন্নাইয়ের একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "আমি দেখলাম একজন নির্বাচিত প্রতিনিধি অমিত শাহের পা ছুঁয়েছেন। বিজেপিতেই একমাত্র এমন ধারা রয়েছে যে, আপনাকে বিজেপির নেতার পা ছুঁতে হবে। নরেন্দ্র মোদী বা অমিত শাহের সামনে মাথা নত করতে হবে।"

চেন্নাইয়ের এক জনসভায় রাহুল বলেন, "যখন আমি দেখি প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করছেন, তাঁর পা ছুঁয়েছেন চুপচাপ, আমি তা মানতে প্রস্তুত নই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অমিত শাহের সামনে মাথা নত করতে চান না। তবে তিনি যে দুর্নীতি করেছেন তার কারণে তিনি বাধ্য হয়েছেন মাথা নত করতে।

রাহুল গান্ধী স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের এক জুনিয়র নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি তাঁর সঙ্গে অমিত শাহের সাক্ষাতের একটি ছবি দেখতে পেলেন। সেখানে ওই নেতা অমি শাহের সামনে মাথা নত করছেন বলে আমার ক্ষোভ হয়েছে। আর সে কারণেই আমি আজ এখানে এসেছি। আমি তামিল জনগণের সাথে সমান সম্পর্ক চাই। তবে একটা পার্থক্য আছে। আমি যদি বলি তামিলনাড়ু হল ভারত, তবে আমাকেও মেনে নিতে হবে যে ভারতই হল তামিলনাড়ু।

English summary
Rahul Gandhi takes on Tamil Nadu CM for bowing and touching Narendra Modi and Amit Shah’s feet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X