For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ থানায় পরিণত! দেশবাসী প্রমাণ করে দেবে মোদী একনায়ক, তোপ রাহুলের

দেশকে থানায় পরিণত করে মোদীজি আপনি রক্ষা পাবেন না। আপনার সমস্যার সমাধান করতেও পারবেন না। ১০০ কোটি ভারতবাসী প্রমাণ করেই ছাড়বে আপনি কতবড় একনায়ক।

  • |
Google Oneindia Bengali News

দেশকে থানায় পরিণত করে মোদীজি আপনি রক্ষা পাবেন না। আপনার সমস্যার সমাধান করতেও পারবেন না। ১০০ কোটি ভারতবাসী প্রমাণ করেই ছাড়বে আপনি কতবড় একনায়ক। কম্পিউটারে কেন্দ্রের নজরদারি প্রসঙ্গে রাহুল গান্ধী এই ভাষাতেই একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদীকে। তিনি কাঠগড়ায় দাঁড় করালেন কেন্দ্রের মোদী সরকারকে।

দেশ থানায় পরিণত! দেশবাসী প্রমাণ করে দেবে মোদী একনায়ক, তোপ রাহুলের

আর রাহুলের এই আক্রমণের পর কেন্দ্রীয় আইনমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেসের সময়ের নির্দেশিকাকেই হাতিয়ার করলেন। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে, বিগত মনমোহন সিং সরকারের আইন মোতাবেক। তিনি বলেন, ২০০৯ সালে ইউপিএ ২ সরকারের আমলেই এই আইন প্রণয়ন হয়েছিল। আবারও দেশের নিরাপত্তারা প্রশ্নে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

শুধু রবিশঙ্কর প্রসাদই নন, একই কথার পুনরাবৃত্তি করেছেন অর্থমন্ত্রী অরূণ জেটলি। তিনিও রাহুলের গান্ধীর সমালোচনার জবাব দিয়েছেন মনমোহন সিং আমলের আইনকে তুলে ধরে। আর এই পরিস্থিতিতে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে নিশান করে বলেন, এমন কোনও সিদ্ধান্ত মনমোহন সরকারের আমলে নেওয়া হয়নি।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভায় জয়ের লক্ষ্যে মাস্টারপ্ল্যান তৈরি বিজেপি, কাজ চলবে আগামী তিনমাস][আরও পড়ুন: ২০১৯ লোকসভায় জয়ের লক্ষ্যে মাস্টারপ্ল্যান তৈরি বিজেপি, কাজ চলবে আগামী তিনমাস]

পার্কস্ট্রিটে বড়দিনের অনুষ্ঠানের মঞ্চে তিনি বলেন, বিজেপি এ প্রসঙ্গ উত্থাপন করার পরই আমি নথি ঘেঁটে দেখেছি, ওই তথ্য সম্পূর্ণ ভুল। ইউপিএ টু সরকারের আমলে এমন কোনও সিদ্ধান্ত হয়নি। তিনি এ প্রসঙ্গেই পাল্টা তোপ দেগেছেন মোদী সরকারকে। এটা মোদী সরকারের ভয়ঙ্কর পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

[আরও পড়ুন: কুশওয়াহা প্রস্থানে হাতে লটারি পাসোয়ানের, তবে বিজেপিকে শর্তে বেঁধেছে এলজেপি][আরও পড়ুন: কুশওয়াহা প্রস্থানে হাতে লটারি পাসোয়ানের, তবে বিজেপিকে শর্তে বেঁধেছে এলজেপি]

তিনি বলেন, স্বাধীন দেশে আবার কেন পরাধীন হব! এই সরকার মানুষের গোপনীয়তাকে ফাঁস করে দিতে চাইছে। আগে আধারকার্ড নিয়ে একই জিনিস করেছিল এই সরকার, এখন আবার নিরাপত্তার ধুয়ো তুলে মানুষের কম্পিউটারে আড়ি পাততে চাইছে। উল্লেখ্য, কেন্দ্র নির্দেশ জারি করেছে, দেশের ১০টি কেন্দ্রীয় সংস্থা ইচ্ছা করলে যে কোনও কম্পিউটারে নজরদারি চালাতে পারবে।

English summary
Congress President Rahul Gandhi takes on Narendra Modi on snooping of computer. Mamata Banerjee attacks Modi government on dependence message,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X