'বিজেপির হাত থেকে বাঁচাতে হবে মহিলাদের' কেন্দ্রকে তোপ দেগে ব্যঙ্গ রাহুল গান্ধীর
দেশে নারী সুরক্ষার হাল বেহাল। কেন্দ্র সব জেনেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব বিষয়ে বক্তব্য রাখলেও নারীর উপরে হওয়া হামলা নিয়ে মুখ খোলেন না। কংগ্রেসের মহিলা শাখার এক অনুষ্ঠানে গিয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে এভাবেই তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বিজেপি ও আরএসএসের বিচারধারা সারা দেশে আগুন লাগিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ হলে মোদীজি চুপ করে থাকছেন। অভিযুক্তরা নিজের দলের হলে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
মহিলাদের দলের নেতৃত্বে অনেক বেশি করে দেখতে চান বলে এদিন ইচ্ছাপ্রকাশ করেছেন রাহুল। জনসংখ্যার অর্ধেক যখন মহিলা তখন দলেও মহিলাদের অর্ধেক ক্ষমতায় দেখতে চান বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় প্রকল্প 'বেটি বাঁচাও বেটি পড়াও' স্লোগানের পাল্টা রাহুল কেন্দ্র ও শাসক দলকে কটাক্ষ করে বলেন, বিজেপি বিধায়কদের হাত থেকে মেয়েদের বাঁচাতে হবে।
LIVE: Congress President @RahulGandhi addresses the Mahila Adhikar Sammelan organised by @MahilaCongress https://t.co/rvw8KrfLIN
— Congress (@INCIndia) 7 August 2018
এদিন তার আগে কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠকে মোদী সরকারের বিপুল সমালোচনা করেন রাহুল। দুর্নীতি, অর্থনৈতিক ব্যর্থতা, সামাজিক বিভেদ এই সরকারের আমলে একেবারে চূড়ায় উঠেছে বলে অভিযোগ করেন।
সারা দেশে বিজেপি বিরোধী হাওয়া শক্তিশালী হচ্ছে। ফলে মোদী সরকারের মন ভোলানো 'আচ্ছে দিন' এর বিকল্প তৈরি করতে দলের নেতা-কর্মীদের লড়াইয়ের প্রস্তুতি নিতে বলেছেন রাহুল। মোদী সরকারকে সরাতে দেশের মানুষ কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছে। এমন সরকার দেশের মানুষ চায় যারা দারিদ্রতা, বেকারত্ব, বৈষম্যকে দেশ থেকে দূর করতে পারবে। সেজন্য আরও দায়িত্বশীল হয়ে কংগ্রেস কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাহুল গান্ধী আবেদন জানিয়েছেন।