For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘দেশের জন্য রাজীব গান্ধীর অবদান মিথ্যে হয়ে যাবে না’! বিজেপি-আরএসএসকে খোঁচা রাহুলের

ফের বাবার সমর্থনে গলা ফাটালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ‘সেক্রেড গেমস’ বিতর্কে মুখ খুলে রাহুল গান্ধী সাফ জানালেন- কে কী বলল, তাতে কিছু এসে যায় না।

Google Oneindia Bengali News

ফের বাবার সমর্থনে গলা ফাটালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। 'সেক্রেড গেমস' বিতর্কে মুখ খুলে রাহুল গান্ধী সাফ জানালেন- কে কী বলল, তাতে কিছু এসে যায় না। তাতে দেশের প্রতি আমার বাবার অবদান এতটুকু কমবে না। আমার বাবা রাজীব গান্ধী দেশের জন্য আবীবন কাজ করেছেন। আর দেশের জন্যই তিনি প্রাণত্যাগ করেছেন।

‘দেশের জন্য রাজীব গান্ধীর অবদান মিথ্যে হয়ে যাবে না’! বিজেপি-আরএসএসকে খোঁচা রাহুলের

এদিন রাহুল গান্ধী টুইট করেন, পবাক স্বাধীনতা প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার খর্ব করা উচিত নয়। কিন্তু রাজীব গান্ধীর অবদান কোনওদিনই মিথ্যা হয়ে যাবে না। একটা কাল্পনিক ওয়েব সিরিজ কখনও দেশের ইতিহাস থেকে রাজীব গান্ধীর অবদান মুছে ফেলতে পারে না।

এদিন রাহুল গান্ধীর নিশানা করেন বিজেপি ও আরএসএসকেও। তিনি খোঁচা দিয়ে বলেন, বিজেপি কিংবা আরএসএস মনে করে বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত হওয়া উচিত। কিন্তু আমার কাছে বাক স্বাধীনতা মানে তা নয়। প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা থাকা উচিত।

[আরও পড়ুন:নয়া চাল মোদী-শাহর! মিশন ২০১৯-এ বিজেপির নতুন জোটসঙ্গীর খোঁজে মুখ্যমন্ত্রিত্বের টোপ ][আরও পড়ুন:নয়া চাল মোদী-শাহর! মিশন ২০১৯-এ বিজেপির নতুন জোটসঙ্গীর খোঁজে মুখ্যমন্ত্রিত্বের টোপ ]

উল্লেখ্য, নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ সেক্রেড গেমস নিয়ে মামলা গড়েয়িছিল দিল্লির হাইকোর্ট পর্যন্ত। এই ওয়েব সিরিজে রাজীব গান্ধী সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছিল। ওই বিতর্কিত শব্দ ও বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার জন্যই দিল্লি হাইকোর্টে মামলা হয়।

[আরও পড়ুন:এবার 'একুশে' শুধুই শহিদ-স্মরণ নয়, লোকসভার আগে বড় 'চমকে'র অপেক্ষায় তৃণমূল ][আরও পড়ুন:এবার 'একুশে' শুধুই শহিদ-স্মরণ নয়, লোকসভার আগে বড় 'চমকে'র অপেক্ষায় তৃণমূল ]

English summary
Rahul Gandhi stands for his father Rajiv Gandhi on twitter regarding sacred games controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X