For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী ভারত পরিক্রমায় ‘স্প্রিন্টারে’র ভূমিকায়! ছুটছেন কর্মীরাও, দেখুন ভিডিও

রাহুল গান্ধী ভারত পরিক্রমায় ‘স্প্রিন্টারে’র ভূমিকায়! ছুটছেন কর্মীরাও, দেখুন ভিডিও

  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধী ভারত পরিক্রমায় বেরিয়ে ছুটছেন। আগেও তিনি কর্নাটকের প্রাক্তন প্রধানমন্ত্রী সিদ্দারামাইয়ার হাত ধরে ছুটেছিলেন। সত্তরোর্ধ্ব সিদ্দারামাইয়াও তাল মেলানোর চেষ্টা করেছিলেন তরুণ-তুর্কি রাহুল গান্ধীর সঙ্গে। রবিবার তেলেঙ্গানায় রাহুল ফরে স্প্রিন্টারের ভূমিকা নেওয়ায় কংগ্রেসের অন্য নেতা-কর্মীরাও তাঁকে অনুসরণ করছেন।

ভারত জোড়ো যাত্রায় দৌড়চ্ছেন রাহুল

রাহুল গান্ধী পদযাত্রায় পাঁটতে হাঁটতেই হঠাৎ গিয়ার বদল করে ছুটছেন। দৌড়নো শুরু করতেই তাঁকে অনুসরণ করে ছুটতে শুরু করেন নিরাপত্তাকর্মীরা। তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি রেভান্থ রেড্ডি এবং অন্যান্যরাও দ্রুত থেকে দ্রুততর হাঁটতে শুরু করেন। হঠাৎই রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার গতি বেড়ে যায়।

হাঁটতে হাঁটতে হঠাৎই শিশুদের মতো দৌড়চ্ছেন রাহুল

হাঁটতে হাঁটতে হঠাৎই শিশুদের মতো দৌড়চ্ছেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রায় তেলেঙ্গানায় পরিক্রমা চলছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পরিক্রমা করবেন রাহুল গান্ধী। এদিন তাঁর পদযাত্রায় কিছু উত্তেজনাকর মুহূর্ত দখা যায়। তিনি হাঁটতে হাঁটতে হঠাৎই শিশুদের মতো দৌড়তে শুরু করেন। অজান্তেই তিনি দৌড় শুরু করায় নিরাপত্তাকর্মীরাও দৌড় লাগান।

দিনে ২২ কিলোমিটার হাঁটার মধ্যেই রাহুল শামিল দৌড়ে

দিনে ২২ কিলোমিটার হাঁটার মধ্যেই রাহুল শামিল দৌড়ে

রাহুল যখন দৌড়চ্ছে অনেকে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ন। আবার অনেককে স্কুটিতে করে যেতে দেখা যায়। কংগ্রেসের নেতা এবং কর্মীদের সঙ্গে রাহুল গান্ধী এখন তেলেঙ্গানায় রয়েছেন। তেলেঙ্গানায় এদিন ২২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন রাহুল গান্ধী। এদিন রাজ্যে দলের প্রচারের পঞ্চম দিন। এদিন সারাদিনের পদযাত্রা শেষে শাদনগরের সোলিপুর জংশনে একটি রোড কর্নার করবেন। সেখানে ভাষণ দেবেন রাহুল গান্ধী।

রাজ্যে মোট ৩৭৫ কিলোমিটার পথ পরিক্রমা তেলেঙ্গানা

রাজ্যে মোট ৩৭৫ কিলোমিটার পথ পরিক্রমা তেলেঙ্গানা

শনিবার ২০ কিলোমিটার হেঁটেছেন রাহুল গান্ধী। তার যাত্রা শেষ হয়েছে জাদচের্লা এক্স রোড জংশনে। এই যাত্রাটি ৭ নভেম্বর মহারাষ্ট্রে প্রবেশ করবে। তার আগে পর্যন্ত রাজ্যে মোট ৩৭৫ কিলোমিটার পথ পরিক্রমা করবেন তেলেঙ্গানায়। এই ৩৭৫ কিলোমিটার পথে ১৯টি বিধানসভা, সাতটি সংসদীয় নির্বাচনী এলাকা কভার করবেন তিনি। কংগ্রেস সাংসদ দক্ষিণ ভারতের এই রাজ্যে পদযাত্রা করার সময় বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করবেন। ক্রীড়া জগৎ থেকে শুরু করে বিনোদন জগতের ব্যক্তিরাও এই পথ পরিক্রমায় অংশ নেন।

তেলেঙ্গানজুড়ে মসজিদ, ও মন্দির পরিদর্শনেও রাহুল

তেলেঙ্গানজুড়ে মসজিদ, ও মন্দির পরিদর্শনেও রাহুল

রাহুল গান্ধী তেলেঙ্গানজুড়ে মসজিদ, ও মন্দির পরিদর্শন করবেন। তেলেঙ্গানাজুড়ে মন্দির, মসজিদ ও গির্জা পরিদর্শ করবেন। তেলেঙ্গানায় প্রবেশের আগে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা শেষ করেছেন তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে। তেলেঙ্গানা রাজ্যে কংগ্রেস যাত্রায় সমন্বয়ের জন্য ১০টি বিশেষ কমিটি গঠন করেছে।

ছবি সৌ:টুইটার

গুজরাত ভোট ২০২২: মুখ্যমন্ত্রী প্রার্থী নির্বাচনে কি পাঞ্জাবের কৌশলে হাঁটবেন কেজরিওয়াল?গুজরাত ভোট ২০২২: মুখ্যমন্ত্রী প্রার্থী নির্বাচনে কি পাঞ্জাবের কৌশলে হাঁটবেন কেজরিওয়াল?

English summary
Rahul Gandhi sprints in Telangana during Bharat Jodo Yatra and watch the video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X