For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের 'ইউ-টার্ন'! প্রধানমন্ত্রী মোদীকে তুলোধোনা রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

এবার করোনার ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী৷ প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন, দেশবাসীকে কোরোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে তাঁর অবস্থান কী? গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশের সবাইকে কোরোনার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই৷

সবাই ভ্যাকসিন পাবেন না

সবাই ভ্যাকসিন পাবেন না

কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব রাজেশ ভূষণের এই বক্তব্যের পরই ফের শুরু হয় বিতর্ক। সেদিন রাজেশ ভূষণ আরও বলেছিলেন, যাঁদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের এই ভ্য়াকসিন দিলেই করোনা সংক্রমণের এই চেইন ভেঙে দেওয়া সম্ভব হবে৷ পাশাপাশি তিনি এও জানান, সরকার কখনই বলেনি, যে দেশের সবাইকে করোনার ভ্য়াকসিন দেওয়া হবে৷

রাহুল গান্ধীর আক্রমণ

রাহুল গান্ধীর আক্রমণ

কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিবের এই মন্তব্য়কেই হাতিয়ার করেছেন রাহুল গান্ধী৷ টুইটারে সরকারের অবস্থান জানতে চেয়ে লেখেন, 'প্রধানমন্ত্রী- সবাই ভ্য়াকসিন পাবেন৷ বিহার নির্বাচনে বিজেপি- বিহারের সবাইকে বিনামূল্য়ে ভ্য়াকসিন দেওয়া হবে৷ এখন ভারত সরকার বলছে, কখনই বলা হয়নি যে সবাই ভ্য়াকসিন পাবে৷ তাহলে এখন প্রধানমন্ত্রীর অবস্থানটা ঠিক কী? কোরোনার ভ্য়াকসিনেশন নিয়ে স্বাস্থ্য়মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দুই রকম অবস্থান কেন? সেই প্রশ্নই এদিন তুলেছেন রাহুল।

করোনা ভ্যাকসিনের উপর হিউম্যান ট্রায়াল

করোনা ভ্যাকসিনের উপর হিউম্যান ট্রায়াল

বর্তমান পরিস্থিতিতে ভারতে করোনা ভ্যাকসিনের উপর হিউম্য়ান ট্রায়াল চলছে৷ সেই ট্রায়াল সফল হলে, স্বাস্থ্য়মন্ত্রকের ছাড়পত্র পেয়ে তা হাতে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে ৷ এমনকী শুরুতেই কোরোনা ভ্য়াকসিনের জোগান কেমন থাকবে? তার উপর ভ্য়াকসিনের বণ্টন নির্ভর করবে৷

করোনা ভ্যাকসিন নিয়ে রাজনৈতিক তরজা

করোনা ভ্যাকসিন নিয়ে রাজনৈতিক তরজা

এনিয়ে স্বাস্থ্য়সচিব জানিয়েছিলেন, কারা করোনায় আক্রান্ত হতে পারেন এবং কাদের থেকে এই ভাইরাস ছড়াতে পারে, তাঁদের চিহ্নিত করে ভ্য়াকসিনেশন হলেই সংক্রমণের এই চেইন ভাঙা সম্ভব হবে৷ স্বাস্থ্য় সচিবের এই মন্তব্য়ের পর কংগ্রেসের তরফে কেন্দ্রকে নিশানা করা হয়৷ যেখানে কেন্দ্রের বিজেপি সরকারকে 'ইউ-টার্ন সরকার' বলে কটাক্ষ করা হয়েছিল৷

<strong>'চ্যালেঞ্জ' সরাসরি কালীঘাটকে! এবার মমতার খাস তালুকে শুভেন্দু অনুগামীদের 'হানা'</strong>'চ্যালেঞ্জ' সরাসরি কালীঘাটকে! এবার মমতার খাস তালুকে শুভেন্দু অনুগামীদের 'হানা'

English summary
Rahul Gandhi snubs PM Narendra Modi and BJP about Gov's alleged U turn on Coronavirus vaccine issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X