For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাক থেকে মাস্ক নিচে নামায় পুলিশের মারের মুখে অটোচালক, পুলিশের ভূমিকায় সরব রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

মুখ থেকে মাস্ক নেমে যাওয়ায় পুলিশের বেধড়ক মারের মুখে পড়লেন অটো রিক্সা চালক৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে৷ ভিডিও ভাইরাল হতে বরখাস্ত করা হয় অভিযুক্ত দুই পুলিশ অফিসারকে৷ দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ এই অবস্থায় সংক্রমণ রুখতে কড়া হচ্ছে কেন্দ্র থেকে রাজ্য সরকার৷ গত ৩০ মার্চ, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে, করোনা স্বাস্থ্যবিধি না মানলে আইন মেনে জরিমানা নেওয়ার কথা বলা হয়৷

সঠিকভাবে মাস্ক না পড়ার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে অনেককে

সঠিকভাবে মাস্ক না পড়ার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে অনেককে

এই থেকে শেষ কয়েক সপ্তাহ ধরে এই ধরণের একাধিক ঘটনা সামনে এসেছে৷ একাধিক ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে সঠিকভাবে মাস্ক না পড়ার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে অনেককে৷ রাস্তায় দাঁড়িয়ে খাওয়া বা জল খাওয়ার সময়ও মাস্ক সরালে পড়তে হয়েছে শাস্তির মুখে৷ এবার মাস্ক না সরিয়েও শুধুমাত্র মাস্ক সরে যেতেই পুলিশের চরম মারের মুখে অটোচালক৷ আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। সরকারকে এই ঘটনার প্রেক্ষিতে তোপ দেগেছেন রাহুল গান্ধীও।

অটোচালককে মার পুলিশের

অটোচালককে মার পুলিশের

৩৫ বছর বয়সী কৃষ্ণ কেয়ের নামে ওই ব্যক্তি পেশায় অটোচালক৷ মঙ্গলবার তিনি তাঁর অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন৷ রাস্তায় তাঁর মুখে থাকা মাস্ক সামান্য সরে, নাক থেকে নেমে যায়৷ ওই সময় রাস্তায় দুই কর্তব্যরত পুলিশ, মাস্ক ঠিক করে না পড়ার জন্য তাঁকে পুলিশস্টেশনে নিয়ে যেতে চায়৷ যেতে না চাইলে, তাঁকে মারধর শুরু করে ওই দুই পুলিশকর্মী৷

চলে অমানবিক অত্যাচার

চলে অমানবিক অত্যাচার

এরপর শুরু হয় অমানবিক অত্যাচার৷ রাস্তার মাঝখানে তাঁকে ফেলে চলতে থাকে ব্যাপক মারধর৷ চলতে থাকে এলোপাথাড়ি লাথি, ঘুঁষি৷ কৃষ্ণের সঙ্গে তাঁর ছেলে ছিল৷ সে পথচলতি মানুষের কাছে সাহায্যের আর্তি জানায়৷ কিন্তু এগিয়ে আসেননি কেউই৷ সবাই তখন ব্যস্ত ফোনে ছবি তুলতে কিংবা ভিডিও করতে৷

অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি

অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি

কামাল প্রজাপত এবং ধর্মেন্দ্র জাট নামে ওই দুই পুলিশ অফিসারকে সনাক্ত করা গেলেও, তাঁদের বিরুদ্ধে প্রথমে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে৷ প্রতিবাদের ঝড় ওঠে নেট দুনিয়ায়৷ ভিডিয়োটি ভাইরাল হলে, তাঁদের বরখাস্ত করা হয়৷

English summary
Rahul Gandhi snubs Madhya Pradesh police for beating an auto driver as his mask got down from nose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X