For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কে জেপি নাড্ডা?', ছুটি থেকে ফিরেই পুরোনো ফর্মে বিজেপিকে আক্রমণ রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

চিন আর দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোন নিয়ে বিজেপিকে ফের আক্রমণ রাহুল গান্ধীর। প্রসঙ্গত, এদিন রাহুল গান্ধীর দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে জেপি নাড্ডা প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি রাহুলকে খোঁচা দিয়ে ছুটি কানাটোর প্রসঙ্গও তুলেছিলেন নাড্ডা। সেই প্রসঙ্গে এদিন রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হলে রাহুল গান্ধী কোনা রাগ না করেই প্রশ্ন করেন, 'কে জেপি নাড্ডা? তাঁর প্রশ্নের জবাব কেন দেব আমি? তিনি তো প্রফেসর নন আমার। আমি দেশকে জবাব দেব।'

নাড্ডার উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন রাহুল

নাড্ডার উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন রাহুল

এদিন জেপি নাড্ডা রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেলিনে, কংগ্রেস কবে চিন ইস্যুতে মিথ্যা কথা বলা বন্ধ করবে। এদিকে এদিন নাড্ডা অভিযোগ করেন, অরুণাচলপ্রদেশের কয়েক হাজার কিলোমিটার জমি চিনকে উপহার হিসেবে দিয়েছিলেন। এই প্রসঙ্গেও রাহুলকে প্রশ্ন করেন, চিনের কাছে কেন বারংবার আত্মসমর্পণ করতে চায় কংগ্রেস? এই সব প্রশ্নের বিষয়ে রাহুলকে প্রশ্ন করা হলেই তিনি পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন নাড্ডার উদ্দেশ্যে।

ওরা আমাকে গুলি করে হত্যা করতে পারে

ওরা আমাকে গুলি করে হত্যা করতে পারে

এদিন রাহুল গান্ধী বলেন, 'আমি একজন সৎ মানুষ। বিজেপি চাইলেও আমাকে ছুঁতে পারবে না। ওরা আমাকে গুলি করে হত্যা করতে পারে। কিন্তু অন্য কোনওভাবে আমাকে সমস্যায় ফেলতে পারবে না ওরা।' তিনি এদিন আরও বলেন, 'আমি সবসময় বিজেপির বিরুদ্ধে লড়াই করব। প্রয়োজনে একাই লড়াই চালিয়ে যাব।'

কৃষকদের পাশে দাঁড়িয়ে রাহুল

কৃষকদের পাশে দাঁড়িয়ে রাহুল

এদিন রাহুল গান্ধী আরও জানান, তিনি ১০০ শতাংশ ভাবে আন্দোলকারী কৃষকদের পাশে দাঁড়িয়ে আছেন। এদিন তিনি আরও অভিযোগ করেন, বিজেপির এই নয়া আইন কৃষি ব্যবস্থাকে ভেঙে দেবে। বিজেপি অভিযোগ নতুন তিনটি কৃষি আইন নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে কংগ্রেস। কংগ্রেস বারবার বলছে এমএসপি ও মান্ডি প্রথা পুরোপুরি ভেঙে দেওয়া হবে। বিজেপি দাবি এমএসপি যেমন থাকবে তেমনই মান্ডি প্রথাও থাকবে। নতুন তিনটি কৃষি আইনের মাধ্যমে ভারতীয় কৃষি ক্ষেত্রে সংঙ্কার করা হবে। আর্থিকভাবে উপকৃত হবেন কৃষকরা।

English summary
Rahul Gandhi snubs JP Nadda and rises issues of Farmers protest and China against BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X