'বন্ধু'র পকেট ভরাতেই ব্যস্ত কেন্দ্র, বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের দুর্দশা দেখে তোপ রাহুল গান্ধীর
শুক্রবার এ বছরের বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশিত হয়। তাতে দেখা যায় ১০৭টি দেশের মধ্যে ৯৪ নম্বর স্থানে রয়েছে ভারত। তবে গত বছরের তুলনায় কিছুটা এগিয়েছে দেশ। ২০১৯ সালে ১১৭টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ১০২ নম্বরে। বর্তমানে ভারত পিছিয়ে রয়েছে নেপাল, পাকিস্তান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে। আর এই রিপোর্ট পেশ হতেই ফের কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধী।

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের নম্বর খুবই খারাপ
২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের নম্বর ৫০-এর মধ্যে ২৭.২, যা ইঙ্গিত করছে যে ভারতের ক্ষুধার স্তর বেশ গুরুতর। রিপোর্ট অনুযায়ী, ভারতের ১৪ শতাংশের বেশি মানুষ অপুষ্টির শিকার। এছাড়াও অপুষ্টিতে ভুগছে ৩৭.৪ শতাংশ শিশু। এরপরই কেন্দ্রকে খোঁচা দিয়ে টুইট করেন রাহুল গান্ধী।

কেন্দ্রকে তোপ দেগে রাহুলের টুইট
টুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, 'দেশের গরিব মানুষ ক্ষুধার্ত। এর মূল কারণ হল যে কেন্দ্রীয় সরকার কিছু বিশেষ বন্ধুর পকেট ভরাতেই ব্যস্ত৷' নিজের বক্তব্যের সমর্থনে একটি গ্রাফ পোস্ট করেছেন তিনি৷ যেখানে দেখা যাচ্ছে বিশ্ব ক্ষুধা সূচকের নিরিখে প্রতিবেশী দেশগুলির অবস্থা ভারতের চেয়ে ভালো৷

ভারতের থেকে এগিয়ে পাকিস্তান-বাংলাদেশও
বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় ভারত যেখানে রয়েছে ৯৪ নম্বরে, সেখানে পাকিস্তান আছে ৮৮-তে, নেপাল ৭৩তম স্থানে, বাংলাদেশ আছে ৭৫-এ৷ ভারতের চেয়ে খারাপ অবস্থা ১৩টি দেশের, যার মধ্যে রয়েছে রোয়ান্ডা (৯৭), নাইজেরিয়া (৯৮), আফগানিস্তান (৯৯), লিবিয়া (১০২), মোজাম্বিক (১০৩) ও চাঁদ (১০৭)৷
মার্কিন মুলুকে ইতিমধ্যেই জমা পড়েছে ২.২ কোটি ভোট, ওয়ার্মআপ পর্বে এগিয়ে কোন নেতা?