ফের মোদীকে 'চিনা বাউন্সার' রাহুলের! অরুণাচলে দখলদারি ইস্যুতে ব্যাকফুটে বিজেপি
ভারত-চিন সীমান্তে ফের উত্তেজনার আবহ৷ অরুণাচল প্রদেশে গ্রাম বানাল চিন৷ স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে কমপক্ষে একশোটি বাড়ি রয়েছে গ্রামটিতে৷ ভারত সীমান্ত থেকে ৪.৫ কিলোমিটারের মধ্যে গ্রামটি রয়েছে বলে মনে করা হচ্ছে। যা বর্তমানে ভারতের মাথাব্যথার কারণ৷ আর এই ঘটনার প্রেক্ষিতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী।

মোদীকে আক্রমণ রাহুলের
এদিন রাহুল গান্ধী একটি টুইট করে অরুণাচলে চিনা দখলদারি সংক্রান্ত একটি খবর তুলে ধরেন। ক্যাপশনে প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে লেখেন, 'ওনার প্রতিশ্রুতি মনে রাখুন - দেশকে ঝুঁকতে দেব না।' এই বার্তার মাধ্যমে রাহুল যেন বলে দিতে চাইলেন, প্রতিশ্রুতি করলেও দেশকে রক্ষা করতে ব্যর্থ মোদী। এবং প্রধানমন্ত্রীর সেই ব্যর্থতাই তুলে ধরলেন রাহুল।

গ্রামটি গত বছরেই তৈরি করা হয়েছে
সারি চু নদীর তীরে অবস্থিত এই গ্রামটি উচ্চ সুবানসিরি জেলায় অবস্থিত৷ এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে ভারত ও চিনের মধ্যে। হিমালয়ের পূর্ব পরিসরে গ্রামটি তৈরি করা হয়েছে৷ যে স্যাটেলাইট চিত্রটি সামনে এসেছে সেটি ১ নভেম্বর, ২০২০ সালের৷ তার আগে স্যাটেলাইট চিত্র এসেছিল ২৬ অগাস্ট, ২০২০ সালের৷ যেখানে গ্রাম তৈরির কোনও চিত্র ধরা পড়েনি৷ অর্থাৎ এই গ্রামটি গত বছরেই তৈরি করা হয়েছে৷

কী বলছে কেন্দ্রীয় সরকার?
যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'আমরা সম্প্রতিক রিপোর্ট দেখেছি৷ দেখা যাচ্ছে, ভারতের সীমানা এলাকা বরাবর নির্মাণকাজ করছে চিন৷ কয়েক বছর ধরে এই কাজ করছে চিন৷ এর জবাবে আমাদের সরকারও সীমান্তে নির্মাণকাজ শুরু করেছে৷ ইতিমধ্যে সেখানে ব্রিজ ও রাস্তা তৈরি করা হচ্ছে৷ ফলে বর্ডার সংলগ্ন বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়বে৷ দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন বিষয়ের উপর সবসময় সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে৷ এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে তৈরি৷'