For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমক মহামারীকে 'আনলক' করেছে কেন্দ্র! লাদাখের পর ফের করোনা নিয়ে মোদীকে তোপ রাহুলের

Google Oneindia Bengali News

এদিন ফের করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রামিত হয়েছেন প্রায় ১৬,০০০ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লাখ অতিক্রম করেছে। যদিও কেন্দ্রের দাবি করোনা সংক্রমমে মৃত্যুর হার অনেকটাই কম ভারতে। সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে। এক দিনে মহারাষ্ট্র থেকে দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

করোনা আনলক করেছেন মোদী

করোনা আনলক করেছেন মোদী

প্রসঙ্গত, করোনা সংক্রমণ কমার আগেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এরপর দিনদিন হুহু করে সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে দেশে। এই বিষয়ে এদিন রাহুল গান্ধী ফের কেন্দ্রকে তোপ দাগেন। এদিন টুইটারে রাহুল লেখেন, 'মোদী সরকার করোনা অতিমারি ও পেট্রোল ডিজেলের দামকে আনলক করেছে।'

১৮ দিন ধরে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে দেশে

১৮ দিন ধরে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে দেশে

প্রসঙ্গত, গত ১৮ দিন ধরে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে দেশে। দেশে এই প্রথম পেট্রোলের চেয়ে দামি হল ডিজেল। বুধবার ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৪৮ পয়সা। যার জেরে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯.৮৮ টাকা। আর পেট্রোলের দাম ৭৯.৭৬ টাকা।

কেন্দ্রকে তোপ সনিয়ার

কেন্দ্রকে তোপ সনিয়ার

এর আগে মঙ্গলবার কেন্দ্রকে তোপ দেগে এই একই বিষয়ে বলেন সনিয়া গান্ধী। বলেন, 'ফেব্রুয়ারি মাস থেকে দেশে করোনা মহামারীর প্রকোপ শুরু হয়। লকডাউনের প্রথম পর্বে কংগ্রেসের তরফে কেন্দ্রীয় সরকারকে সবরকম সহযোগিতার কথা বলা হয়েছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায় যে কেন্দ্রীয় সরকার এই লকডাউনের জন্য প্রস্তুত ছিল না।'

'লকডাউনের ফলে বিধ্বস্ত পরিযায়ী শ্রমিকরা

'লকডাউনের ফলে বিধ্বস্ত পরিযায়ী শ্রমিকরা

তিনি আরও বলেন, 'লকডাউনের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, দিনমজুর ও স্ব-নির্ভর সংস্থাগুলি বিধ্বস্ত হয়ে পড়েছে। আনুমানিক ১.৩ মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছেন। অনেক ক্ষুদ্র ও মাঝারি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। হয়ত সেগুলি আর কখনোই খুলবে না।'

মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করান সনিয়া

মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করান সনিয়া

এরপর মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি অভিযোগ করেন, 'প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও করোনা মহামারী এই অবস্থায় পৌঁছেছে। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ঘাটতি রয়েছে তা এখন প্রকাশিত হচ্ছে। সরকার রাজ্যগুলিকে কোরোনা মোকাবিলায় বকেয়া মেটালেও, এখনও পর্যন্ত অতিরিক্ত কোনও অর্থই দেওয়া হয়নি।' আজ রাহুলের টুইটেও তাঁর মায়ের এই অভিযোগের সুর পাওয়া গেল।

<strong>রাজনাথের মস্কো সফরে কাটবে এস-৪০০ মিসাইল জট? আমেরিকা-চিনের চোখ রাঙানির মাঝে জল্পনা তুঙ্গে</strong>রাজনাথের মস্কো সফরে কাটবে এস-৪০০ মিসাইল জট? আমেরিকা-চিনের চোখ রাঙানির মাঝে জল্পনা তুঙ্গে

English summary
Rahul Gandhi snaps at Narendra Modi saying Center unlocked coronavrius pandemic and petrol diesel prices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X