ভারত সীমান্তের পরিস্থিতি নিয়ে অমিত শাহকে কটাক্ষ রাহুল গান্ধীর! উত্তপ্ত ভার্চুয়াল রাজনৈতিক ময়দান
ভারতের সীমান্তের পরিস্থিতি ঠিক কী, তা সবাই জানে বলে মনে করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল তাঁর ভাষণে বলেছিলেন, যে সমস্ত দেশ তাদের সীমান্ত রক্ষা করতে পারে, তাদের মধ্যে আমেরিকা ও ইজরায়েলের পরই রয়েছে ভারতের নাম৷ অমিত শাহের এই মন্তব্যের পরই কটাক্ষ করে টুইট করেন রাহুল৷ গতকাল করা অমিত শাহের মন্তব্যের পর রাহুল গান্ধি বলেন, 'মন ভালো রাখতে ভালো চিন্তাধারা দরকার৷'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'বিহার জনসংবাদ সভা'-য় ভাষণ দেন৷ সেখানে তিনি গত ছয় বছর ভালোভাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন৷

ভারতের প্রতিরক্ষা নীতির বিশ্বব্যাপী স্বীকৃতি
এর আগে অমিত শাহ ভার্চুয়াল জনসভায় বলেছিলেন, 'ভারতের প্রতিরক্ষা নীতির বিশ্বব্যাপী স্বীকৃতি মিলেছে৷ গোটা বিশ্ব মেনে নিয়েছে যে, আমেরিকা ও ইজরায়েলের পর যদি কোনও দেশ থেকে থাকে, যারা নিজেদের সীমান্তকে রক্ষা করতে পারে, তাহলে সেটা ভারত৷'

বিহারে আসন্ন বিধানসভা ভোটের দামামা
তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিতে গিয়ে বলেন, এই ভার্চুয়াল জনসভা করোনা সংক্রমণ রুখতে দেশের মানুষকে এক করার জন্য৷ এই জনসভার সঙ্গে বিহারে আসন্ন বিধানসভা ভোটের কোনও সম্পর্ক নেই৷

অমিত শাহর ভাষণে উঠে আসে সিএএ-র বিষয়ও
অমিত শাহ আরও বলেন, 'একটা সময় ছিল যখন যে কেউ আমাদের সীমান্ত দিয়ে প্রবেশ করত৷ আমাদের জওয়ানদের গলা কেটে দিত ৷ আমাদের সময়ে উরি, পুলওয়ামার ঘটনা ঘটেছে ৷ এটা মোদী ও বিজেপি সরকার, আমরা করেছি৷' পাশাপাশি তাঁর ভাষণে উঠে আসে সিএএ-র বিষয়ও৷ তিনি বলেন, সিএএ নাগরিকত্ব দেয়৷ দেশের রিফিউজিদের সম্মান জানানোর জন্যই এই সিএএ৷
জর্জ ফ্লয়েড হত্যা : বিক্ষোভকারীদের শান্ত করতে ভেঙে দেওয়া হবে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট