For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলীয় বৈঠকেই মোদীকে কড়া প্রশ্ন দলের নেতা-কর্মীদের, কী করলেন প্রধানমন্ত্রী

তামিলনাড়ুর বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে বিড়ম্বনায় পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে বিড়ম্বনায় পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক কর্মকর্তা আচমকা মোদীকে প্রশ্ন করে বসেন, কেন মধ্যবিত্তদের থেকে কর আদায় করলেও তাদের খেয়াল রাখছে না তাঁর সরকার?

বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে বিড়ম্বনায় মোদী! টুইটে বিদ্ধ করলেন রাহুল

এই প্রশ্নের পর কার্যত নিরুত্তর মোদী প্রশ্নকর্তা নির্মল কুমার জৈনের প্রশ্নের কোনও উত্তর দেননি। তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার এই নেতার দলীয় বৈঠকে এমন প্রশ্ন শুনে মোদী পুদুচ্চেরি নিয়ে কথা বলতে শুরু করে দেন।

গত বুধবার পুদুচ্চেরি ও উত্তর তামিলনাড়ুর জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মোদী। সেখানেই এই ঘটনা ঘটে। যা মোদী ও বিজেপির জন্য যথেষ্ট বিড়ম্বনায় সন্দেহ নেই।

নমো অ্যাপের মাধ্যমে দেশজুড়ে বিজেপি কর্মকর্তা-কর্মীদের সঙ্গে কথোপকথন চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। লোকসভা নির্বাচনের আগে এমন কথোপকথন দেশ জুড়ে চালানো হচ্ছে। তার মধ্যে মোদীর বিড়ম্বনায় রাহুল গান্ধী যারপরনাই খুশি। এই ঘটনার উল্লেখ করে টুইট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, মধ্যবিত্তদের জন্য এটাই মোদীর উত্তর।

[আরও পড়ুন: 'তবিয়ত খারাপ, ভারতে আসতে পারব না', ইডিকে সোজাসাপ্টা জবাব পিএনবি কেলেঙ্কারির নায়ক চোকসির][আরও পড়ুন: 'তবিয়ত খারাপ, ভারতে আসতে পারব না', ইডিকে সোজাসাপ্টা জবাব পিএনবি কেলেঙ্কারির নায়ক চোকসির]

প্রসঙ্গত, বিজেপি নেতা জৈন মোদীকে প্রশ্ন করেন, কেন মধ্যবিত্তদের আয়করে ছাড় দেওয়া হচ্ছে না। কেন ঋণ পেতে সাহায্য করা হচ্ছে না। এমনকী মোদীকে মধ্যবিত্তদের সাহায্য করার আবেদনও জানান তিনি। কথোপকথনের মাঝেই সভা ছেড়ে জৈন উঠেও যান বলে খবর।

[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে কিম জং উনের সঙ্গে তুলনা বিজেপি নেতার][আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে কিম জং উনের সঙ্গে তুলনা বিজেপি নেতার]

English summary
Rahul Gandhi slams PM Modi as BJP worker's question on middle class stumps Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X