অভিজিৎকে নোবেল জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে 'মোদিনমিক্স'-কে কটাক্ষ রাহুলের
দ্বিতীয় বাঙালি হিসাবে অর্থনীতিতে নোবেল পাওয়ার পর থেকেই প্রাংসায় ভেসেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিবিদ থেকে শুরু করে ভারতের সর্ব স্তরের মানুষ। অভিনন্দন জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। টুইট করে অভিজিতের প্রশংসা করেন রাহুল। পাশাপাশি কেন্দ্রকে ফের একবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন রাহুল। 'মোদিনমিক্স' দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে বলেও কটাক্ষ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

টুইটে রাহুল লেখেন, "নুন্যতম আয় যোজনার মাধ্যমে দারিদ্র দূরিকরণ ও দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন অভিজিৎ। তবে এই মুহূর্তে দেশে মোদিনমিক্স চলছে। এটি দেশের অর্থনীতিকে ধ্বংস কের দিচ্ছে। পাশাপাশি দেশে দরিদ্রের সংখ্যা বেড়েই চলেছে।"
এদিকে রাহুল গান্ধীর এই টুইটের তীব্র নিন্দা করেন বিজেপি নেতা অমিত মালভিয়া। টুইট করে রাহুল গান্ধীর সমালোচনা করেন তিনি। টুইট করে তিনি লেখেন, "রাহুল গান্ধী অভিজিতের এই নোবেল জয়কে রাজনৈতিক রঙ দিচ্ছেন। অভিজিৎকে শুভেচ্ছা জানানোর পরিবর্তে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হচ্ছেন তিনি। রাহুল গান্ধীর পক্ষে কাউকে সম্মান প্রদান করা খুব কঠিন। তিনি কখনও তা পারবেন বলে আমি মনেও করি না।"
গতকাল নোবেল প্রাপক হিসাবে অভিজিতের নাম ঘোষণার পর তাঁকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, "অর্থনীতিতে নোবেল পাওয়ার জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। দারিদ্র্য বিমোচনে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।" সেই প্রসঙ্গ টেনে এনে মালভিয়া লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন যে অভিজিৎ তাঁর সমালোচক। তবুও নোবেল পাওয়ার জন্য অভিজৎকে অভিনন্দন জানান তিনি।"
উল্লেখযোগ্য বিষয়, কংগ্রেস সহ সব বিরোধী রাজনৈতিক দলই চলতি বছরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মোদী সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে অভিজিতের নুন্যতম আয় যোজনা সম্পর্কিত গবেষণাকে।
আরও উন্নতমানের জাল নোট ভারতে ছড়াতে হাত লাগিয়েছে পাকিস্তান, রিপোর্ট এনআইএ-র