মোদীজির আমলে জিডিপির বিকাশ হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর
দেশে ক্রমাগত বেড়ে চলছে জ্বালানি তেলের মূল্য। নাজেহাল দেশবাসী। রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন। রাহুল গান্ধী টুইটে জানিয়েছেন, জনতা মূল্যস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ট্যাক্স সংগ্রহ করতে ব্যস্ত মোদী সরকার। তিনি এও জানান যে, মোদীজির আমলে 'জিডিপি’র দুর্দান্ত বিকাশ হয়েছে। যদিও রাহুল বর্ণিত এই 'জিডিপি’ অবশ্য সার্বিক বৃদ্ধির হার নয়। জিডিপি বলতে তিনি বুঝিয়েছেন গ্যাস, ডিজেল এবং পেট্রলকে।

সপ্তাহে চতুর্থবার পেট্রোল–ডিজেলের দাম বাড়ায় দেশবাসী তিতিবিরক্ত হয়ে রয়েছেন। প্রাক্তন কংগ্রেস প্রধান এই নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধনা করলেন তাঁর টুইটের মাধ্যমে। রাহুল গান্ধী বলেন, 'মোদী জি জিডিপিতে, অর্থাৎ গ্যাস, ডিজেল ও পেট্রোলের মূল্যে অসাধারণ বিকাশ করে দেখিয়েছেন। জনতা মূল্যস্ফীতিতে নাজেহাল, মোদী সরকার ট্যাক্স সংগ্রহে ব্যস্ত।’
দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটার ৮৫.৭০ টাকা করে এবং মুম্বইতে ৯২.২৮ টাকা করে। দাম বেড়েছে ডিজেলেরও। দিল্লিতে প্রতি লিটার ডিজেল ৭৫.৮৮ টাকা এবং মুম্বইতে ৮২.৬৬ টাকা।
প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। গত এক সপ্তাহে দেশের একাধিক শহরে জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। কলকাতা, মুম্বই, দিল্লিতে পেট্রোল–ডিজেল দু’টি তেলের দামই সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু পেট্রল–ডিজেল নয়, গত কয়েকমাসে লাগাতার বেড়েছে রান্নার গ্যাসের দামও। একে তো ধীরে ধীরে রান্নার গ্যাস থেকে ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। তার উপর রেকর্ড হারে বাড়ছে দাম। গত একমাসে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়েছে দেড়শো টাকা

২০২১-এর লক্ষ্যে আদিবাসী ভোটে নজর তৃণমূলের, এবার মাস্টারস্ট্রোক দিলেন মমতা