For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরিওয়ালকে তোপ রাহুলের, দিল্লির পরিস্থিতি নিয়ে টুইটে কী বার্তা দিলেন কংগ্রেস সভাপতি

দিল্লির লেফটনেন্ট গর্ভনরের অফিসে ধর্নায় বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী স্বয়ং। দাবি, কাজে ফেরার নির্দেশ দেওয়া হোক দিল্লির ধর্নারত আইএএস অফিসারদের।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির লেফটনেন্ট গর্ভনরের অফিসে ধর্নায় বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী স্বয়ং। দাবি, কাজে ফেরার নির্দেশ দেওয়া হোক দিল্লির ধর্নারত আইএএস অফিসারদের। সেই দাবিকে কেন্দ্র করে রবিবাসরীয় দিল্লিতে মহামিছিল সংগঠিত করে আম আদমি পার্টি। আন্দোলন এদিন ৮ দিনে পা রেখেছে। এদিকে, আম আদমি পার্টির ধর্না আর এই ইস্যুতে বিজেপির অবস্থানকে নিশানায় রেখে তোপ দাগেন রাহুল গান্ধী।

কেজরিওয়ালকে তোপ রাহুলের, দিল্লির পরিস্থিতি নিয়ে টুইটে কী বার্তা দিলেন কংগ্রেস সভাপতি

রাহুল নিজের টুইটে জানান, একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ধর্নার বসে, অন্যদিকে বিজেপি তার পাল্টা ধর্নায় রয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে দিল্লির আমলারা বেঁকে বসেছেন, আর এসবের মধ্যে দেশের প্রধানমন্ত্রী কিছু দেখেও দেখছেন না। এরকম পরিস্থিতিতে রাহুল দিল্লির সাধারণ মানুষের দুর্দশার চিত্রটি নিজের টুইটে তুলে ধরতে চেয়েছেন।

উল্লেখ্য, এই মুহূর্তে দিল্লিতে আইএএস অফিসারদের ধর্না কার্যত সরগরম করে তুলেছে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিকে। দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি প্রধানমন্ত্রী ও দিল্লির লেফ্টনেন্ট গভর্নর মিলে এই বিষয়ে হস্তক্ষেপ করুন। তাঁরা আইএএস অফিসারদের কাজে যোগ দিতে নির্দেশ দিন। এদিকে, অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টির ধর্নার পাল্টা হিসাবে ধর্মঘটে বসেছেন বিজেপিও। আর এক এরকম এক অবস্থায় দিল্লির পরিস্থিতি নিয়ে একই টুইটে বিজেপি ও আপকে বিধঁছেন রাহুল।

English summary
Rahul Gandhi slams Arvind Kejriwal, accuses PM Narendra Modi of ignoring 'anarchy'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X