For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেঁড়া কুর্তা দেখালেন রাহুল, ট্রোলের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়

কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী এখন প্রায় সব কথাতেই স্যোশাল মিডিয়ার সফট টার্গেট হন। এদিনও যেমন হলেন। ছেঁড়া কুর্তা দেখিয়ে বিপদে পড়লেন নিজেই।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : রাহুল গান্ধী যাই করেন তাকেই কটাক্ষ করতে ছাড়ে না বিজেপি সহ অন্য দলগুলি। রাহুলকে কখনও নবীশ বা কখনও বা অন্য কিছু বলে বিদ্ধ করে বিরোধীরা। আর আজকাল স্যোশাল মিডিয়াও রাহুলের নানা কর্মকাণ্ডে মশকরা করার সামান্য সুযোগও ছাড়ে না।

কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী এখন প্রায় সব কথাতেই স্যোশাল মিডিয়ার সফট টার্গেট হন। এদিনও যেমন হলেন। আপনি কি মনে করেন, দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের সহ সভাপতি ছেঁড়া পাজামা পরে ঘুরে বেড়ান। নিশ্চয়ই নয়। টুইটারাইটরাও বোঝেননি, আর তাই রাহুলকে নিয়ে রীতিমতো ট্রোলিং শুরু স্যোশাল মিডিয়ায়।

ছেঁড়া কুর্তা দেখালেন রাহুল, ট্রোলের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়

উত্তরাখণ্ডে এক সভায় বক্তৃতা দিতে দিতে হঠাৎ থামিয়ে এগিয় এসে নিজের কুর্তার পকেটে হাত ঢোকান রাহুল গান্ধী। দেখিয়ে দেন কুর্তার পকেট ছেঁড়া। এটা দেখিয়ে রাহুল বলেন, আমার কুর্তার পকেট ছেঁড়া রয়েছে তাতে আমার খুব একটা কিছু ক্ষতি হচ্ছে না। কিন্তু মোদীজির পকেট কখনও ফাটা হবে না, অথচ তিনি গরিবদের নিয়ে রাজনীতি করেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নতুন বছরের শুরুতে বিদেশে ছুটি কাটিয়ে এলেন রাহুল। এসেই দেশের রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। কেন্দ্র সরকারের বিরুদ্ধে দলের সমস্ত রণনীতি তৈরির কারিগরও তিনি। এহেন রাজনীতিক যখন ছেঁড়া পকেটে বক্তৃতা করতে উঠে গরিবরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে আক্রমণ করেন, তখন তিনি যে স্যোশাল মিডিয়ায় বিদ্রুপের পাত্র হবেন তা এককথায় বলে দেওয়াই যায়।

English summary
Congress leader Rahul Gandhi is often a soft target for trolls on social media, but the man brings it on himself. For example, do you believe the Congress vice president can't afford a new kurta, or at least have a torn one mended? No? Well, neither do the Twitterati.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X