'পড়ুয়ারা পরীক্ষা পে চর্চা' চাইছেন, আর মোদী খেলনা নিয়ে চর্চা করছেন',ফের খোঁচা রাহুলের
রাহুল গান্ধী পের একবার চেনা মেজাজে মোদীকে একহাত নিতে ছাড়লেন না। এবার প্রসঙ্গ, 'মন কী বাত'। এদিন 'মন কী বাত' অনুষ্ঠানে নরেন্দ্র মোদী, খেলনা উৎপাদন ঘিরে যে বড় শিল্প জগত বিশ্বে রয়েছে,তাতে ভারতের শিল্পজগতকে অবদান রাখতে বলেন। আর তা নিয়েই খোঁচা দিতে ছাড়েননি রাহুল।

মোদী জানান,ভারতীয় খেলনা নিয়ে মোদী ভাবনা চিন্তা করেন। তিনি বলেন, কীভাবে ভারতীয় খেলনার উৎপাদন নিয়ে ভাবনা চিন্তার কথা বলেন মোদী। উল্লেখ্য, লকডাউনে ছোটদের সময় যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আর সেই প্রসঙ্গেই একাধিক বার্তা তিনি তুলে ধরেন। তিনি বলেন প্রা. ৭ লাখ কোটিরও বেশি খেলনা ইন্ডাস্ট্রিতে ভারতের অবদান রাখতে এবার যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
এই ঘটনা ঘিরেই মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি রাগুল গান্ধী। তিনি বলেন, পড়ুয়ারা যখন, 'পরীক্ষা পে চর্চা' চাইছে, তখন মোদী 'খিলোনে পে চর্চা' করছেন। উল্লেখ্য, জয়েন্ট, নিট নিয়ে গোটা দেশে যখন তুলকালাম,তখন মোদীর এই বক্তব্যকে চেনা মেজাজে টুইট বার্তায় কটাক্ষ করেছেন রাহুল। করোনার আবহে নিট ও জয়েন্ট আয়োজন ঘিরে পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যের সঙ্গে সংঘাত শুরু হয়েছে কেন্দ্রের।

চিনা আগ্রাসন নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করের খোঁচা বেজিংকে! মন্ত্রী স্পষ্ট করলেন অবস্থান