For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পপ তারকারাও কৃষি আন্দোলন নিয়ে কথা বলছেন, সরকারই শুধু আগ্রহী নয়: রাহুল

পপ তারকারাও কৃষি আন্দোলন নিয়ে কথা বলছেন, সরকারই শুধু আগ্রহী নয়: রাহুল

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই গোটা বিশ্বের একের পর এক পপ তারকা থেকে পরিবেশপ্রেমী মুখ খুলেছিলেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে। মার্কিন পপ তারকা রিহানার মন্তব্যের পর ভারতের তারকাদের তরফেও আসে পাল্টা মন্তব্য । এরপর ভারতের তারকাদের টুইটের মধ্যে হুবহু একই লাইন থাকায় তা তদন্তের আতস কাচের নিচে আসে। এদিকে, রাহুল গান্ধী প্রশ্ন তুললেন মোদী সরকারের দিকে।

পপ তারকারাও কৃষি আন্দোলন নিয়ে কথা বলছেন, সরকারই শুধু আগ্রহী নয়: রাহুল

তাঁর দাবি বিশ্বের তাবড় পপ তারকারাও যখন ভারতের কৃষি আন্দোলন নিয়ে মুখ খুলছেন, তখন একমাত্র মোদী সরকারই এই আন্দোলন নিয়ে কথা বলতে রাজি নয়। তিনি বলেছেন, ' গোট বিশ্ব দেখতে পাচ্ছে ভারতের কৃষকদের সমস্যাটা কোথায়। তবে দিল্লির সরকার সেই যন্ত্রণা বুঝতে অপারগ। আমরা দেখেছি পপ তারকারা কৃষকদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করছেন, তবে ভারত সরকার তা করছে না।'

প্রসঙ্গত, কেরলে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। সেখানে ওয়েনাদে তাঁর নিজস্ব কেন্দ্রে বক্তব্য রাখছিলেন রাহুল। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে কৃষকদের তরফে দিল্লি সীমান্তে জমায়েত শুরু হতে দেখা যায়। তাঁদের দাবি তিনটি কৃষি আইন সম্পূর্ণভাবে তুলে নিতে হবে সরকারকে। গোটা বিষয়টি যায় সুপ্রিম কোর্টে। সেখানে আপাতত এই আইন স্থগিত রাখার কথা বলা হয়েছে। এদিকে, মোদী সরকার দাবি করেছে এই আই তারা আগামী দেড় বছরের জন্য স্থগিত রাখতে পারে, তবে সম্পূর্ণ তুলে দিতে তারা নারাজ। অন্যদিকে কৃষকরাও নিজেদের দাবিতে অনড়।

শুভেন্দু অধিকারীর থেকে নন্দীগ্রাম 'রক্ষা', উপায় বের করে ফেলেছেন প্রশান্ত কিশোর শুভেন্দু অধিকারীর থেকে নন্দীগ্রাম 'রক্ষা', উপায় বের করে ফেলেছেন প্রশান্ত কিশোর

English summary
Rahul Gandhi says Pop stars commenting on farmers' issue, but govt is not interested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X