For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নাথুরাম গডসের আদর্শেই চলেন নরেন্দ্র মোদী'! গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে বিতর্কিত মন্তব্যে রাহুল

  • |
Google Oneindia Bengali News

মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে ফের নতুন বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন, নিজের সংসদীয় এলাকা কেরলের ওয়েনাদে গিয়ে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে তিনি তুলনা করেন নরেন্দ্র মোদীর। আর সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

মোদীকে গডসের সঙ্গে তুলনা রাহুলের

মোদীকে গডসের সঙ্গে তুলনা রাহুলের

' আমি জানিনা আপনারা এটা জানেন কি না, কিন্তু যখন নাথুরাম গডসে মহাত্মাকে গুলি করেছিলেন , তখন তিনি তাঁর চোখ খোলেননি। তিনি জানতেন যে তিনি কী করছেন। তিনি (নাথুরাম গডসে) আর মোদী একই ভাবনা চিন্তার বশবর্তী।.. ' এমন ভাষাতেই কেরলের ওয়ানাদে নিজের সংসদীয় কেন্দ্রে গিয়ে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। আর সেই বক্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

মোদী-গডসে ও রাহুলের বক্তব্য

ওয়ানাদে সুর চড়িয়ে রাহুল গান্ধী বলেন, ' মোদী আর গডসের মধ্যে কোনও পার্থক্য নেই। শুধু মোদীর সাহস নেই এটা বলার যে তিনি গডসের ভাবধারায় বিশ্বাসী। ' কেরলের কালাপেট্টার স্বপ্ন সুন্দর শহর ওয়ানাদ পৌঁছেই এক সভায় এমন মন্তব্য উঠে আসে রাহুল গান্ধীর তরফে।

গডসে ও বিজেপি-কংগ্রেস বিতর্ক

গডসে ও বিজেপি-কংগ্রেস বিতর্ক

বহু দিন ধরেই গডসেকে নিয়ে কংগ্রেস ও বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। গডসেকে নিয়ে এর আগে বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞার 'দেশভক্ত' মন্তব্য বিতর্কে আসে। তারপরই কংগ্রেসের একচি পত্রিকায় গডসেকে সমকামী আখ্যা দেওয়া নিয়েও বিতর্ক দানা বাঁধে ।

কেরলে সিএএ বিরোধিতা ও রাহুল

কেরলে সিএএ বিরোধিতা ও রাহুল


কেরলে সিএএ বিরোধিতা নিয়ে কংগরেসের তরফে একটি মিছিল আয়োজন করা হয়। সেই মিছিলের আগে একটি সভায় যোগ দেন রাহুল। প্রসঙ্গত, এর আগে কেরল বিধানসভায় রাজ্যপালকে 'গো ব্যাক' স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা।

English summary
Nathuram Godse and Narendra Modi Believe in Same Ideology, Says Rahul Gandhi in Wayanad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X