For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যে বলেছেন! রাফালে চুক্তি নিয়ে লোকসভায় গুরুতর অভিযোগ করলেন রাহুল গান্ধী

লোকসভায় রাহুল গান্ধী বললেন, ম্যাক্রঁ রাফালে নিয়ে কোন গোপনীয়তা রাখার চুক্তির কথা অস্বীকার করেছেন, প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর চাপে মিথ্যা বলেছেন।

Google Oneindia Bengali News

লোকসভায় অনাস্থা প্রস্তাবের আলোচনায় রাহুল গান্ধীর ভাষণে উঠল নতুন বিতর্ক। রাহুল অভিযোগ করেন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তাঁকে বলেছেন রাফালে ফাইটার জেটের মূল্য সংক্রান্ত বিষয়ে ভারত ফ্রান্সের মধ্যে কোনও সমঝোতা নেই। রাহুল এই অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রমাণ অবশ্য দেখাননি।

রাফালে চুক্তি নিয়ে লোকসভায় গুরুতর রাহুল গান্ধীর

তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ রাফালে বিমানের মূল্য প্রকাশ করতে চাননি। তিনি বলেছিলেন, ফ্রান্সের সঙ্গে ভারতের এই দাম গোপন রাখার বিষয়ে চুক্তি আছে। কিন্তু চলতি বছরের ১১ মার্চ ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সাক্ষাত হয়। তখনই ম্যাক্রকে তিনি এ বিষয়ে জিজ্ঞাসা করেন এবং ম্যাক্রঁ এরকম কোনও চুক্তির কথা অস্বীকার করেছিলেন বলে দাবি করেন রাহুল।

রাহুল সরাসরি অভিযোগ করেন প্রতিরক্ষা মন্ত্রী মিথ্যে কথা বলেছেন। সেইসঙ্গে এও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদীর চাপেই নাকি তাঁকে মিথ্যে বলতে হয়েছে। বলেন, প্রদানমন্ত্রী নিজেকে চৌকিদার বলতেন, দেখা যাচ্ছে তিনি চৌকিদার নন, ভাগীদার।

এনিয়ে লোকসভায় তীব্র প্রতিবাদ জানান বিজেপি নেতারা। তাঁদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণও ছিলেন। কিন্তু স্পিকার সুমিত্রা মহাজন তাঁদের শান্ত করেন। রাহুলের বক্তব্যের পর তাঁদের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানান স্পিকার।

এর আগে কখনই রাহুল গান্ধীকে সরাসরি প্রধানমন্ত্রীকে এতটা আক্রমণ করেননি। লোকসভার ২০১৯-এর আগে লোকসভার শেষ অধিবেশনে এসে তাঁক এই মূর্তি দেখা গেল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাহুল যদি প্রমাণ দিতে না পারেন, পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মামলাও হতে পারে।

English summary
In Lok Sabha Rahul Gandhi says Macron Denied Any Secrecy Pact on Rafale, Defence Minister Lied Under PM's Pressure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X