For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বর্ডার লেস' যুদ্ধের বার্তা রাহুলের পোস্টে, কংগ্রেস নেতা দিলেন বড় প্রস্তুতির ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

২.৫ ফ্রন্ট যুদ্ধ এখন পুরনো। তাই ভারতকে এখন সীমান্তহীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এমনই বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। মঙ্গলবার একটি টুইটে রাহুল গান্ধীর বার্তাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

Rahul Gandhi says India must prepare for borderless war

' ভারতের ফোর্স ২.৫ ফ্রন্ট ওয়ারের জন্য তৈরি। এটা এখন পুরনো। এখন আমরাদের উচিত বর্ডার লেস যুদ্ধের প্রস্তুতি নেওয়া। ' এই বক্তব্যের সঙ্গেই রাহুল বলেন, আগে কী ঘটেছে সেটা নিয়ে ভাবার সময় এটা নয়। কোন পরম্পরায় যুদ্ধনীতি চলে আসছে সেটা নিয়েও ভাবার সময় এটা নয়। এখন যে ভাবধারায় আমরা থাকি, তার থেকে নিজেদের সরিয়ে নিয়ে নতুন এক ভাবধারা গড়ার সময়। তিনি বার্তা দেন এখন দেশকে একজোট হয়ে ভাবনাকে বদলে ফেলার সময়।

প্রসঙ্গত, এর আগে লাদাখে চিনা অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। সেই সময় তাঁর নিশানায় ছিলেন মোদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাহুল সেই সময় প্রশ্ন তুলেছিলেন যে , ভারতের অংশে কতটা ঢুকেছে চিন? যার জবাবে সংসদে রাজনাথ জানান, ভারতের অংশে লালফৌজ পা রাখেনি। পরবর্তীকালে প্রতিরক্ষা মন্ত্রকের একটি নথি নিয়ে ওই লাদাখ ইস্যুতে প্রশ্ন তোলেন রাহুল। এরপর যুদ্ধ নিয়ে রাহুলের নয়া বার্তায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।

English summary
Rahul Gandhi says India must prepare for borderless war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X