'ঘুষ আর অবৈধ কমিশন নতুন ভারতের ইলেক্টোরাল বন্ড' মোদীকে তুলোধনা রাহুলের
'বিজেপিতে মাথা গুঁজতে গেলে প্রয়োজন কালোটাকার' এভাবেই একের পর এক বাক্যবাণে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের একবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে টুইট সিরিজে আক্রমণ চালিয়েছেন। টুইটে রাহুলের দাবি, যে সমস্ত স্কিম নরেন্দ্র মোদী সরকার এনেছে, তা অবিলম্বে বন্ধ করা হোক। 'হাত' শিবিরের প্রাক্তন দলপতি দাবি করেছেন , এই সমস্ত স্কিমের হাত ধরেই নরেন্দ্র মোদী সরকার দেশে দুর্নীতির আমদানি করছে।

একটি টুইটে রাহুল গান্ধী দাবি করেছেন, 'ঘুষ আর অবৈধ কমিশন হল নতুন ভারতের ইলেক্টোরাল বন্ডের নামান্তর '। একাধিক টুইটে এভাবেই ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদী সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী।রাহুলের দাবি, ইলেক্টোরাল বন্ডগুলি রিজার্ভ ব্যাঙ্ক আগে যা পাশ করেছে, আর তার মাধ্যমে বর্তমানে দেশের জাতীয় সুরক্ষা প্রায় উপেক্ষিত হয়ে যাচ্ছে। আর এভাবেই একদল মানুষ বিজেপি শিবিরে নাম লেখাচ্ছে কালো টাকার জোরে। এমনই দাবি নিজের টুইটে করেছেন রাহুল গান্ধী।
In “New” India, bribes & illegal commissions are called Electoral Bonds. https://t.co/mYl5OxcVLU
— Rahul Gandhi (@RahulGandhi) November 18, 2019
উল্লেখ্য, কয়েকদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে যে কোনও মতেই ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে গোপনে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া যাবে না। মোদী সরকার এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হলেও, রিডার্ভ ব্যাঙ্ক সেই উদ্যোগকে খারিজ করে দিয়েছে। এর আগে কংগ্রেসের তরফে বিজেপিকে দুর্নীতি নিয়ে একাধিকবার খোঁচা দেওয়া হয়। কংগ্রেস ইলেক্টোরাল বন্ড নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি করেছে।