For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীজির কাছে থেকে অনেক কিছু শিখেছেন রাহুল! ২০১৯-এর প্রচ্ছন্ন বার্তা বিজেপিকে

তিন রাজ্যে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২০১৯-এর লক্ষ্যে তাঁর বার্তা, পাঁচ বছর সুযোগ দিয়েছিল দেশের মানুষ।

  • |
Google Oneindia Bengali News

তিন রাজ্যে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২০১৯-এর লক্ষ্যে তাঁর বার্তা, পাঁচ বছর সুযোগ দিয়েছিল দেশের মানুষ। কিন্তু বিজেপি তথা মোদীজি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রতিশ্রুতির বন্যা বইয়ে ক্ষমতায় এলেও, মোদীজি সেই প্রতিশ্রুতি পালন করেননি। ২০১৯-এ তাঁর ফল ভুগবেন তিনি।

প্রধানমন্ত্রীকে পঙ্গু কটাক্ষ

প্রধানমন্ত্রীকে পঙ্গু কটাক্ষ

এই পরিপ্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে পঙ্গু বলেও কটাক্ষ করেন। বলেন, প্রধানমন্ত্রী আর কী করবেন, সরকার তো পঙ্গু। মানুষের সমস্যা বুঝতে পারেনি। কৃষকদের কথা ভাবেননি। কাজের জন্য মোদীকে দেশবাসী ভোট দিয়েছিলেন। সেখানে ব্যর্থ মোদী সরকার। মোদী সরকারের জিএসটিতেও খুশি নয় ভারত।

এবার হেরেছেন, আবার হারবেন

এবার হেরেছেন, আবার হারবেন

vতাই এবার পরিবর্তনের সময় এসেছে। তিন রাজ্যে আমরা বিজেপিকে হারিয়েছি। ২০১৯-এও হারাব। সভাপতির হওয়ার বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেয়ে লোকসভা জয়ের ব্যাপারে প্রত্যয়ী রাহুল গান্ধী। তাঁর সাফ কথা, মোদীজি এবারে হেরেছেন, ২০১৯-এও হারবেন। ২০১৯-এ জিততে পারবে না বিজেপি।

মোদীজির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

মোদীজির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

কংগ্রেস সভাপতি ব্যাখ্যা করেন, ২০১৯-এ মোদীজির জয় পাওয়া কঠিন। কারণ মোদীজির বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা বিরোধীরা। সবাই দৃঢ়প্রতিজ্ঞ। আর আমরা যে ক্ষমতায় এসেছি, আমরা দায়িত্ব নেওয়ার পর, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। কৃষি ঋণ মকুব করে দেব আমরা।

মোদীজির কাছে অনেক কিছু শিখেছি

মোদীজির কাছে অনেক কিছু শিখেছি

মোদীকে উন্নয়ন খোঁচা দেওয়ার পাশাপাশি রাহুল বলেন, মোদীজির কাছে আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি, কী করা উচিত নয়। মানুষকে হেয় করা উচিত নয়, মানুষকে বোকা ভাবা ভুল। মোদী সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তার যোগ্য জবাব পাবে। আমরা আবার হারাব বিজেপিকে। আর এ প্রসঙ্গ রাহুল খোঁচা দেন, মোদীজি কংগ্রেসমুক্ত ভারতের ডাক দিয়েছিলেন, আমরা বিজেপিমুক্ত ভারত চাই না।

English summary
Rahul Gandhi says he learns many things from Narendra Modi. After winning 3 states elections Rahul gives message of 2019 Loksabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X