For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস নিশ্চিতই গুজরাতে বিজেপিকে হারাত, যদি...! কোন ফ্যাক্টরের কথা বললেন রাহুল

কংগ্রেস নিশ্চিতই গুজরাতে বিজেপিকে হারাত, যদি...! কোন ফ্যাক্টরের কথা বললেন রাহুল

  • |
Google Oneindia Bengali News

গুজরাত নির্বাচনের শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। ৭৭ থেকে ১৭-য় নেমে এসেছে কংগ্রেসের আসন সংখ্যা। আস বিজেপি রেকর্ড গড়ে ১৫০ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনে করছেন, গুজরাতে নিশ্চিতই বিজেপিকে হারাত কংগ্রেস। একটা ফ্যাক্টরই কংগ্রেসকে শেষ করে দিয়েছে!

রাহুল জানালেন হারের এস-ফ্যাক্টর

রাহুল জানালেন হারের এস-ফ্যাক্টর

রাহুল গান্ধীর কথায় উঠে এসেছে কোন ফ্যাক্টরের কথা, যার জন্য গুজরাতে কংগ্রেসের হাল শোচনীয় হল। আর ড্যাংডেঙিয়ে জিতে সপ্তামবারের জন্য ক্ষমতা দখল করল বিজেপি। এমনকী চার দশকের রেকর্ড ব্রেক করে জয়ী হল তারা। রাহুল নিজেই ফলাও করে জানিয়ে দিলেন সেই এস-ফ্যাক্টর।

আপ-ফ্যাক্টরেই কংগ্রেস শেষ গুজরাতে!

আপ-ফ্যাক্টরেই কংগ্রেস শেষ গুজরাতে!

রাহুল বললেন, আম আদমি পার্টি গুজরাতে যদি না থাকত, তবে আমরা বিজেপিকে এবার হারাতামই। কিন্তু আপ-ফ্যাক্টরই আমাদের শেষ করে দিল। আমরা বিজেপিকে হারাতাম। তিনি বলেন, বিজেপি ভারতকে বিভক্ত করার এবং ঘৃণা ছড়ানোর কাজ করে চলেছে। কংগ্রেস তাতে দাঁড়ি টানার চেষ্টা করছে।

বিজেপিকে হারিয়ে গুজরাতে পরিবর্তনপন্থী

বিজেপিকে হারিয়ে গুজরাতে পরিবর্তনপন্থী

রাহুল বলেন, আর গুজরাতে বিজেপিকে হারিয়ে আমরা সেই বার্তাই দিতেই চেয়েছিলাম। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে আম আদমি পার্টি যেভাবে বিজেপিকে গাইড করে গেল, তা গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেস দুর্বলতর প্রতিপক্ষ হিস্বে নির্ধারিত হল। কিন্তু আপ না থাকলে কংগ্রেস যে বিজেপির প্রবলতর প্রতিপক্ষ হয়ে দাঁড়াত এবং বিজেপিকে হারিয়ে গুজরাতে পরিবর্তন আনত, তা বলাই যায়।

আপ প্রক্সি দিয়েছে বিজেপির হয়ে

আপ প্রক্সি দিয়েছে বিজেপির হয়ে

রাহুল গান্ধী বলেন, গুজরাতে আপ প্রক্সি দিয়েছে বিজেপির হয়ে। আবার অরবিন্দ কেজরিওয়ালের দল প্রমাণ করেছে, তারা বিজেপির বি টিম। কংগ্রেসকে প্রত্যাঘাত করতেই তাঁরা গুজরাতে পা রেখেছিল। ফলে ফল যা হওয়ার, তা-ই হয়েছে। আপের সহায়তায় ফের বিজেপি অক্সিজেন পেয়েছে। যদিও আপ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, বরং কংগ্রেসই বিজেপির পাশে দাঁড়িয়ে আম আদমি পার্টিকে হারিয়েছে।

সব নির্বাচনেই কংগ্রেস জয়ী হবে

সব নির্বাচনেই কংগ্রেস জয়ী হবে

রাহুল গান্ধী বলেন, মানুষ বুঝতে পারছে না বিজেপি কীভাবে ভারতকে বিভক্ত করে চলছে। কীভাবে তারা দেশব্যাপী ঘৃণা ছড়াচ্ছে। যেদিন মানুষ বুঝতে পারবে বা মানুষকে সে কথা বোঝাতে পারবেন তাঁরা, সেদিন সমস্ত নির্বাচনেই কংগ্রেস জয়ী হবে। রাহুলের কথায়, আঞ্চলিক দলগুলির লক্ষ্য নয় বিজেপিকে পরাস্ত করা। তাহলে তারা প্রতি নির্বাচনে বিজেপির হাত শক্ত করত না।

তহবিলেই খারাপ পারফরম্যান্স কংগ্রেসের

তহবিলেই খারাপ পারফরম্যান্স কংগ্রেসের

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এর আগে এনডিটিভিকে বলেছিলেন, আর তাদের পরাজয়ে একটি বড় ভূমিকা নিয়েছে। আপ যেখানে যায়, সেখানেই মিথ্যা বেসাতি করে। অশোক গেহলট কংগ্রেসের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী করেন তহবিলকে। কিন্তু বিজেপি তার তহবিল দিয়েই প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে।

শুভেন্দুকে গ্রেফতার করা যাবে না এমন কোনও কথা লেখা নেই, কোর্টের নির্দেশ নিয়ে দাবি কুণাল ঘোষেরশুভেন্দুকে গ্রেফতার করা যাবে না এমন কোনও কথা লেখা নেই, কোর্টের নির্দেশ নিয়ে দাবি কুণাল ঘোষের

English summary
Rahul Gandhi says Congress defeated BJP in Gujarat Assembly Election 2022 if AAP not in vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X