For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস সভাপতি পদ নিয়ে জল্পনা জারি! দায়িত্ব নেওয়ার বিষয়ে মুখ খুললেন রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে দলের শোচনীয় হারের পরই সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। এরপর অন্তর্বর্তীকালীন ভাবে দলের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন সনিয়া গান্ধী। তবে ফের একবার রাহুলকে কংগ্রেসের সভাপতি পদে বসানোর পক্ষে গলা চড়িয়েছেন বহু কংগ্রেস কর্মী ও নেতা। তবে এই বিষয়ে কী ভাবছেন রাহুল গান্ধী স্বয়ং। বেশ কয়েকদিনের জল্পনার পর শেষ পর্যন্ত এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

কী বলছেন রাহুল গান্ধী?

কী বলছেন রাহুল গান্ধী?

এক সূত্র মারফত জানা যায়, রাহুল এই বিষয়ে বলেন, 'আমি দলের সভাপতি হওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্ত খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি। আমি আমার পদত্যাগ পত্রেও তার উল্লেখ করেছি। কংগ্রেসের সভাপতি পদে ফিরে আসার কোনও প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে কোনও ভাবেই আমি কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করব না।'

আর চাপ নিতে পারছেন না সনিয়া গান্ধী

আর চাপ নিতে পারছেন না সনিয়া গান্ধী

রাহুল সভাপতিত্ব ছাড়ার পর গান্ধী পরিবারের বাইরে কাউকে সেই আসনে পাওয়া যায়নি। শেষমেশ অন্তর্বর্তীকালীন সভাপতিত্বের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। কিন্তু সনিয়া গান্ধীর বয়স হয়েছে, তিনি আর চাপ নিতে পারছেন না। তাই বিকল্প হিসেবে একাংশ ফের রাহুলের নামই ভাসিয়ে দেন। কিন্তু বেশ কিছু রাজ্য থেকে আসে আপত্তি। একাংশ চাইছে গান্ধী-বংশের ট্যাগ থেকে মুক্ত হোক কংগ্রেস।

সনিয়ার নেতৃত্বে ভালো ফল করে কংগ্রেস

সনিয়ার নেতৃত্বে ভালো ফল করে কংগ্রেস

প্রসঙ্গত, সনিয়ার নেতৃত্বে ঝাড়খণ্ড ও মাহারাষ্ট্রে মোটামুটি ভালো ফল করে কংগ্রেস। সনিয়া গান্ধী দায়িত্ব নেওয়ার পর চারটি বিধানসভা ভোট হয়েছে। সেখানে কংগ্রেস এককভাবে সাফল্য না পেলেও, কোথাও বিজেপিকে দাঁত ফোটাতে পারেনি। তবে দিল্লিতে দল আবারও মুখ থুবড়ে পড়ে। যার পরে রব ওঠে নেতৃত্বে বদলের। দলের একাংশের দাবি গান্ধী নয় বরং অন্য কাউকে দলের দায়িত্বে আনা হোক।

সামনেই বিহারের নির্বাচন, দল ঘোছাচ্ছে কংগ্রেস

সামনেই বিহারের নির্বাচন, দল ঘোছাচ্ছে কংগ্রেস

এদিকে সামনেই বিহারের নির্বাচন, নির্বাচন পদুচেরিতেও। এই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের আগে কংগ্রেসে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিয়েছে, কে দেবে নেতৃত্ব। সনিয়া গান্ধী বয়সের ভারে চাপ নিতে পারছেন না। রাহুল দায়িত্ব নিতে নারাজ। তাহলে বিকল্প মুখ কে?

অ-গান্ধী মুখ চাইছে দলের একাংশ

অ-গান্ধী মুখ চাইছে দলের একাংশ

দলের অভ্যন্তরে রাহুলের সমর্থনে গলা ফাটিয়েছেন অনেকে। কিন্তু ভিন্ন মতও তুলে ধরেছেন অনেকে। তাঁদের যুক্তি, এটা আদৌ রাহুলের হাতে ব্যাটন ওঠার উপযুক্ত সময় নয়। এরকম অবস্থায়, বেশ কয়েকটি রাজ্যের প্রধান বিকল্প মুখ চয়নের পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, রাহুলও তা-ই চেয়ে এসেছেন। তিনি চেয়েছেন গান্ধী পরিবারের বাইরের কাউকে কংগ্রেসের সভাপতি হিসেবে তুলে আনতে।

English summary
rahul gandhi said that he is not going to dawn the post of congress president right now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X