For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'RSS-র অফিসে যাওয়ার আগে নিজের শিরচ্ছেদ করব', ভাই বরুণে বিরোধিতায় বিস্ফোরক রাহুল গান্ধী

'RSS-র অফিসে যাওয়ার আগে নিজের শিরচ্ছেদ করব', ভাই বরুণে বিরোধিতায় বিস্ফোরক রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

একই রক্ত বইছে দুই জনের শরীরে। কিন্তু আদর্শগত ভাবে একেরাবেই ভিন্ন ধারায় বিশ্বাসী তাঁরা। মঙ্গলবার পাঞ্জাবে ভারতজোড়ো যাত্রার মাঝে সাংবাদিক বৈঠকে বরুণ গান্ধীকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। প্রকাশ্যেই তিনি বলেছেন বরুণ গান্ধী চিন্তাধারা এবং আদর্শে তিনি বিশ্বাসী নন এবং তাঁকে সমর্থনও করেন না। আরএসএসের দফতরে ঢোকার আগে নিজের শিরচ্ছেদ করা পছন্দ করবেন। অর্থাৎ জীবিত অবস্থায় তিনি আরএসএসের কার্যালয়ে প্রবেশ করতে চান না বলে কড়া বার্তা দিয়েছেন।

আরএসএসকে নিশানা রাহুলের

আরএসএসকে নিশানা রাহুলের

মঙ্গলবার পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রার সূচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হোসিপুরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই বৈঠকে আরএসএসকে নিয়ে মুখ খোলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা বিস্ফোরক মন্তব্য করেছেন আরএসএসকে নিয়ে। তিনি বলেছেন আরএসএসের দফতরে ঢোকার আগে নিজের শিরচ্ছেদ করা বেশি পছন্দ করবেন তিনি। কোনও ভাবেই জীবিত অবস্থা যে তিনি আরএসএস দফতরে ঢুকবেন না তা বুঝিয়ে দিয়েছেন।

বরুণ গান্ধীকে নিশানা

বরুণ গান্ধীকে নিশানা

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীকে বরুণ গান্ধীর প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হয়েছিল। একই পরিবাের সদস্য হলেও বরুণ গান্ধী এবং তাণর মা মানেকা গান্ধী বরাবরই বিজেপির সমর্থক। দুজনেই বিজেপির সক্রিয় কর্মী এবং বিজেপির সাংসদ। একই পরিবারের সদস্য হয়েও আদালা পথে হাঁটেন তাঁরা। রাহুল গান্ধী এদিন স্পষ্ট জানিয়ে দেন যে বরুণ গান্ধীর আদর্শে তিনি বিশ্বাসী নন। কাজেই বরুণ গান্ধীকে নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপির অন্দরে থেকেও মোদী সরকারের একধিক পদক্ষেপ নিয়ে সরব হয়েছিলেন বরুণ গান্ধী। তারপরেই জল্পনা শুরু হয়েছিল লোকসভা ভোটের আগে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।

রাহুল গান্ধীর নিরাপত্তায় গলদ

রাহুল গান্ধীর নিরাপত্তায় গলদ

মঙ্গলবাপ পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর নিরাপত্তায় ত্রুটি ধরা পড়ে। রাহুল গান্ধীর নিরাপত্তা বলয় এড়িয়ে এক যুবক তাঁর কাছে এসে পড়ে এবং তাঁকে চড়িয়ে ধরার চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে পাঞ্জাবের কংগ্রেস প্রধান এবং অন্যান্য কংগ্রেস নেতারা সেই যুবককে আটকে দেয়। এই ঘটনার পরেই রাহুল গান্ধীর নিরাপত্তায় গলদ রাখার অভিযোগ উঠেছে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে। এর আগে রাজধানী দিল্লিতেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় ত্রুটি থাকার অভিযোগ উঠেছিল।

আপকে নিশানা

আপকে নিশানা

পাঞ্জাবে কংগ্রেস সরকার থাকলেও বিধানসভা ভোটে আম আদমি পার্টির কাছে হার স্বীকার করতে হয়েছে কংগ্রেসকে। তার অন্যতম কারণ ছিল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব। আম আদমি পার্টিকেই কংগ্রেসে সরকার হিসেবে বেছে নিয়েছে আম জনতা। এদিন কংগ্রেস নেতা অভিযোগ করেছেন আপ সরকারের উচিত পাঞ্জাবের হয়ে কাজ করা দিল্লির হয়ে কাজ করা নয়। সেই সঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন তিনি। রাহুল গান্ধী অভিযোগ করেছেন বিচারবিভাগের উপরেও নিয়ন্ত্রণ আনতে চাইছে বিজেপি এবং আরএসএস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার রাহুল গান্ধী, পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতার নিরাপত্তায় ত্রুটিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার রাহুল গান্ধী, পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতার নিরাপত্তায় ত্রুটি

English summary
Rahul Gandhi said he would like to beheaded befor enter RSS office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X